POLIT BUREAU RAFAH

গাজায় যুদ্ধবিরতির দাবি তুলতে হবে ভারতকে, দাবি পলিট ব্যুরোর

জাতীয়

গাজায় যুদ্ধবিরতির দাবি তুলছে বিশ্বের বহু দেশ। এই দাবি তুলতে হবে নরেন্দ্র মোদী সরকারকেও। মঙ্গলবার এই দাবি তুলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। রাফায় উদ্বাস্তু শিবিরে ইজরায়েলের হামলায় প্রায় ৫০ জনকে হত্যার নিন্দা জানিয়ে এই দাবি তুলেছে পলিট ব্যুরো। 
দেশের সব শান্তিকামী গণতন্ত্রপ্রিয় মানুষকে এই দাবিতে সরব হওয়ার আবেদন জানিয়েছে সিপিআই(এম)। গণহত্যা বন্ধ এবং রাফায় ইজরায়েলের আগ্রাসন এখনই বন্ধ করার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। 
মঙ্গলবারই জরুরি অধিবেশন ডেকেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। গাজায় যুদ্ধবিরতি নিয়েই আলোচনা হবে বৈঠকে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আফ্রিকার দেশ আলজিরিয়ার প্রস্তাবে হচ্ছে এই বৈঠক। 
ইজরায়েলের হামলায় গাজা ভূখণ্ডের দক্ষিণ রাফা সীমান্তে আশ্রয় নিতে হচ্ছে প্যালেস্তিনীয় উদ্বাস্তুদের। রাফায় সামরিক আগ্রাসনের ঘোষণা করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। উদ্বাস্তু শিবিরে অস্থায়ী ছাউনিতে আশ্রয় নেওয়া মানুষের ওপর ফেলা হয়েছে বোমা। বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ।
প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। পলিট ব্যুরো বলেছে, ‘‘এই হামলায় নিহত ৪৫ জনের মধ্যে রয়েছে ২০ শিশু এবং মহিলা। আন্তর্জাতিক আদালত গণহত্যা বন্ধের নির্দেশ দিলেও অমানবিক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ৩৬ হাজার মানুষের দেহ মিলেছে। আরও বহু মানুষের দেহ ঢাকা পড়ে রয়েছে ধ্বংসস্তূপের নিচে।
বিশ্ব জনমতের চাপে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলি, যারা বরাবর ইজরায়েলকে মদত দিয়েছে, তারাও দূরত্ব বাড়ানোর চেষ্টায় রয়েছে। সমালোচনার মুখে নেতানিয়াহু বলছেন, ‘‘নিরীহ নাগরিকদের আক্রমণ না করার চেষ্টা সত্ত্বেও ভুল করে আক্রমণ হয়ে গিয়েছে।’’
নেতানিয়াহুর এই ব্যাখ্যা ঘৃণা ভরে ছুঁড়ে ফেলছে বিশ্ব। রাষ্ট্রসঙ্ঘ আগেই সতর্ক করেছিল যে রাফায় বেঘর উদ্বাস্তু মানুষ যেভাবে ঠাঁই নিয়েছে সেখানে সামরিক আগ্রাসন চালালে পরিণাম ভয়ঙ্কর হবে। ইজরায়েল তবু আগ্রাসন চালিয়ে গিয়েছে। মঙ্গলবারও ইজরায়েলের ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে এলাকায়। নাগরিকরা কোণোমতে যে যেখানে পারেন সরে যাওয়ার চেষ্টা করছে। অমানবিক এই দৃশ্যের সাক্ষী থাকতে হচ্ছে বিশ্বকে। তবু গাজার উত্তর অংশে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইজরায়েল। এক চিকিৎসক সহ ৬ জন নিহত হয়েছেন।

Comments :0

Login to leave a comment