Panchayat Vote Percentage

পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৬৬.৯৪%

রাজ্য পঞ্চায়েত ২০২৩

Panchayat Vote Percentage অব্যবস্থায় এমনই দীর্ঘ হয়েছে ভোটদাতাদের সারি। শনিবার রায়নার একটি ভোটকেন্দ্রের ছবি।

ভোট ঢিমেতালে পড়ার ছবি এসেছে দিনভর। বিশেষ এগচ্ছিল না ভোটদানের হার। শনিবার রাতে কমিশন জানালো বিকেল পাঁচটা পর্যন্ত ৬৬.৯৪ শতাংশ ভোট পড়েছে। 

অনেক জায়গায় ভোট নেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না রাখার অভিযোগও উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বহু জায়গায় সন্ত্রাসের জেরে বাধা পড়েছে ভোটদানে। আবার নিজেদের ভোটের অধিকার রাখতে বহু এলাকায় মানুষ দলবেঁধে গিয়েছেন ভোট দিতে। বহিরাগত ভোটচোরদের ঘিরে ফেলেছেন। ভোট দিতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।

পঞ্চায়েত ভোটের সময়সীমা ছিল সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা। কিন্তু কোনও কোনও এলাকায় পাঁচটার পরও ভোটদাতাদের দীর্ঘ সারি ছিল। পশ্চিম মেদিনীপুরের নন্দকুমারে এমনই একটি বুথে রাত পর্যন্ত চলছে ভোট। পাঁচটা বেজে যাওয়ার পর লাইনে থাকা গ্রামবাসীরা ভোটদানের কুপন নিয়েছেন। 

ফলে ভোটদানের সব তথ্য বিকেল পাঁচটার মধ্যে কমিশনের হাতে পৌঁছায়নি। ভোটদানের চূড়ান্ত হার আরও কিছুটা বাড়বে বলেই জানা গিয়েছে। 

রাতেও চলছে ভোট। জলপাইগুড়ির একটি ভোট কেন্দ্রের ছবি প্রবীর দাশগুপ্তের।

Comments :0

Login to leave a comment