ADHIR CHOWDHURY PRiVILEGES COMMITTEE

অধীরের সাসপেনশন বাতিলের প্রস্তাব স্বাধিকার কমিটিতে

জাতীয়

ADHIR CHOWDHURY PRiVILEGES COMMITTEE

লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল স্বাধিকার ভঙ্গ কমিটি। লোকসভায় অনাস্থা প্রস্তাবে আলোচনার পরই অধীর চৌধুরীকে সাসপেন্ড করেন অধ্যক্ষ ওম বিড়লা। 

বুধবার দিল্লিতে বৈঠক করে স্বাধিকার বিষয়ক কমিটি। সব সদস্যই সাসপেশনশন প্রত্যাহারের পক্ষে মত দেন। সেই আবেদন জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে সংসদের এই কমিটির বৈঠকে। এই প্রস্তাব পাঠানো হচ্ছে অধ্যক্ষের কাছে। 

১১ আগস্ট, বাদল অধিবেশনের শেষ দিন চৌধুরীকে লোকসভা থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। অনাস্থা ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ করে কড়া শব্দবাণ ছুঁড়েছিলেন লোকসভায় কংগ্রেস দলনেতা এবং পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি চৌধুরী। 

তাঁকে সাসপেনশনের প্রস্তাব নিয়ে স্বাধিকার কমিটির বৈঠক হয় গত ১৮ আগস্ট। সব সদস্যই বলেন যে কংগ্রেসের এই সাংসদকে সভায় ভর্ৎসনা করেছে অধ্যক্ষ। এর চেয়ে বেশি শাস্তি দেওয়া নিয়ে সংসদীয় এই কমিটিতে বিবেচনা করার প্রয়োজন নেইঁ। তবে বুধবার কমিটি ডেকে পাঠানোয় হাজির হয়েছিলেন চৌধুরী। 

সংসদীয় স্বাধিকার কমিটির চেয়ারম্যান বিজেপি’র সুনীল কুমার সিং।

Comments :0

Login to leave a comment