এসআইআর হেয়ারিং নামে মানুষকে হেনস্তার করা হচ্ছে। হয়রানির শিকার হচ্ছেন প্রবীণ মানুষরাও। তারই প্রতিবাদে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন বিডিও অফিস অভিযান করছে সিপিআই(এম)।
১৪ জানুয়ারি বুধবার রাণীনগর ১ ও রঘুনাথগঞ্জ বিডিও অফিস অভিনা করা হয়। বৃহস্পতিবার লালগোলা, হরিহরপাড়া ও জলঙ্গীর ভিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার রাণীনগর ২ ও ডোমকলের বিডিও অফিস ঘেরাও করবে সিপিআই(এম)।
এদিন লালগোলা বিডিও অফিসে বাইরে সিপিআইএম কর্মী সমর্থক ও বহু মানুষ এসে বিক্ষোভে সামিল হন। পুলিশ তাঁদের বাধা দিতে থাকে। ধস্তাধস্তি শুরু হয়। পরে বিডিওর ডেপুটেশন বাধ্য হয়।
Comments :0