SIR Murshidabad

এসআইআর: হয়রানি বন্ধের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ মুর্শিদাবাদ জেলা জুড়ে

জেলা

  এসআইআর হেয়ারিং নামে মানুষকে হেনস্তার করা হচ্ছে। হয়রানির শিকার হচ্ছেন প্রবীণ মানুষরাও। তারই প্রতিবাদে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন বিডিও অফিস অভিযান করছে সিপিআই(এম)।

১৪ জানুয়ারি বুধবার রাণীনগর ১ ও রঘুনাথগঞ্জ বিডিও অফিস অভিনা করা হয়। বৃহস্পতিবার লালগোলা, হরিহরপাড়া ও জলঙ্গীর ভিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার রাণীনগর ২ ও ডোমকলের বিডিও অফিস ঘেরাও করবে সিপিআই(এম)।

এদিন লালগোলা বিডিও অফিসে বাইরে সিপিআইএম কর্মী সমর্থক ও বহু মানুষ এসে বিক্ষোভে সামিল হন। পুলিশ তাঁদের বাধা দিতে থাকে। ধস্তাধস্তি শুরু হয়। পরে বিডিওর ডেপুটেশন বাধ্য হয়।

Comments :0

Login to leave a comment