ঘূর্ণিঝড় রেমালের জেরে বিপর্যস্ত জনজীবন। রবিবার মধ্যরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। তার জেরে ভারী থেকে অতি বাড়ি বৃষ্টি হয় কলকাতার এবং বিভিন্ন জেলায়। সকাল থেকে চলছে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া। এই পরিস্থিতিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা শহর। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কখন তা শুরু হবে তার কোন নিশ্চয়তা দিতে পারছে না রেলের আধিকারিকরা। শিয়ালদা স্টেশনে ইতিমধ্যে ভীড় জমিয়েছেন যাত্রীরা।
শহরের বিভিন্ন প্রান্তে জল জমে থাকার যান চলাচল স্তব্ধ হয়ে গেছে। সপ্তাহের প্রথম দিন ঘরবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ।
গাছ পড়ে বিদ্যুতের খুঁটি পড়ে অবরুদ্ধ হয়ে রয়েছে শহরের একাধিক রাস্তা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার সারাদিন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা কলকাতা সহ বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
Comments :0