কেন্দ্র এবং রাজ্য সরকারের দিশাহীন বাজেটের বিরুদ্ধে, বেকারের কাজের দাবিতে ,দুর্নীতির বিরুদ্ধে পূর্ব মেদনীপুর জেলা কাঁথি মহাকুমার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাকে রামনগরে প্রতিবাদ মিছিল হয়। রামনগরের আর এস ময়দান থেকে ডিওয়াইএফআই বিশাল মিছিল এলআইসি অফিস, রামনগর বাজার এলাকা এবং বাসস্ট্যান্ড পরিক্রমা করে। রামনগর বাসস্ট্যান্ডের সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, ডিওয়াইএফআই পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সেখানে ইব্রাহিম আলী, সভাপতি সুকুমার মইশাল, নাজির হোসেন, আকাশ প্রামাণিক। 
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন , রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকারের গোপন বোঝাপড়ার কারণে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ঢুকে পড়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময় চাকরি বিক্রি হয়েছে । শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত মন্ত্রী এবং আধিকারিকরা জেলখানায়। সিবিআই, ইডি এখনো পর্যন্ত আসল অনুপ্রেরণাকে ধরতে পারছে না। অথচ বেকারের কাজের দাবিতে আন্দোলনকারীদের উপর আক্রমণ নামিয়ে এনেছে তৃণমূল শাসক সরকার। পুলিশকে কাজে লাগিয়ে আনিস খান, মইদুলদের হত্যা করেছে। নওসাদ সিদ্দিকীকে অন্যায় ভাবে আটকে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে পুলিশ। এ সবের প্রতিবাদে সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান যুব নেতৃত্ব।
 
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0