মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছেন অপরাধীদের। তা আড়াল করতেই মিছেলের নামে নাটক করছেন। আর জি কর হত্যা-ধর্ষণ কাণ্ডে বিচার দিতে হবে।
শুক্রবার এই দাবিতেই রাজ্যের সর্বত্র চলছে প্রতিবাদ মিছিল। বামফ্রন্টের ডাকে মিছিল হচ্ছে বিভিন্ন জেলায়। আর জি কর কাণ্ডের সঙ্গে জেলায় জেলায় বহু ধর্ষণ, খুন, নারী নির্যাতনের ঘটনারও ধিক্কার জানানো হচ্ছে। এদিনও বিভিন্ন অংশ প্রতিবাদে শামিল হয়েছে।
এদিন জলপাইগুড়ির ধূপগুড়িতে শ্রমিক-কৃষক-খেতমজুর সংগঠনগুলি একযোগে জাতীয় সড়ক অবরোধ করে। কলকাতায় প্রেসিডেন্সি থেকে শ্যামবাজার হয়েছে মশাল মিছিল। স্লোগান উঠেছে, ‘আরজি করে ইনসাফ চাই, ধর্ষকদের শাস্তি চাই, ধর্ষকদের আশ্রয়দাতাদের শাস্তি চাই।’
প্রেসিডেন্সি থেকে শ্যামবাজার মিছিল।
মালদহ শহরে মুখ্য ডাকঘরের সামনে থেকে থেকে মিছিল বের হয় এবং তা নজরুল সরণী কৃষ্ণজীবন সান্যাল রোড, রাজ হোটেল মোড় হয়ে রবীন্দ্র এভিনিউ হয়ে রবীন্দ্র মূর্তির সামনে দিয়ে রথবাড়িতে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র সহ নেতৃবৃন্দ ছিলেন।
মিছিল মালদহে।
Comments :0