সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। আর জি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ হত্যার দোষীদের ধরার দাবিতে মিছিলও পথে নামছে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, মালদহে বৃহস্পতিবারও হয়েছে মিছিল। দিল্লিতে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে সঙ্গে যুক্ত বিভিন্ন অংশ প্রতিবাদ মিছিল করেন। মহিলারাই এই প্রতিবাদ সংগঠিত করেছেন এদিন।
ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিউট (আইসিএআর) বা পুসা ইনস্টিটিউটের সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ করেন। কৃষি গবেষণা কেন্দ্রের বহু ছাত্র, গবেষক এতে অংশ নেন। প্রতিবাদ মিছিল আইসিএআর’র মুখ্য কার্যালয়ের সামনে শেষ হয়।
এদিনই সুবিশাল নাগরিক মিছিল হয় ধূপগুড়িতে। মহিলাদের আহ্বানে সমাজের সর্বস্তরের নাগরিক মিছিলে শামিল হয়েছেন। মিছিল শুরুর আগে মহিলারা গান কবিতা পরিবেশন করে প্রতিবাদ জানান। চিত্রশিল্পীরা মিছিল শুরুর আগে ক্যানভাসে রঙ তুলিতে প্রতিবাদের ছবি আঁকেন।
ধূপগুড়িতে মহিলাদের মিছিল।
মালদহে প্রতিবাদ মিছিল গোলাপগঞ্জ স্থান থেকে শাহবাগপুর স্ট্যান্ডে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে। শাহবাগপুর স্ট্যান্ডে পথসভা হয়। পথসভায় বক্তব্য রাখেন কৃষক সভার জেলা নেতা কমরেড আকরাম হোসেন, এবিপিটিএ’র পক্ষে আবু তাহের প্রমুখ।
জলপাইগুড়িতে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি এলাকায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলিতভাবে এলাকায় প্রতিবাদ মিছিল করেন। মিছিলে সমবেত হন আমগুড়ি রামমোহন হাইস্কুল, বেতগাড়া জুনিয়র গার্লস স্কুল থেকে ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকরা। মিছিলটি শুরু হয় আমগুড়ি কোয়ার্টার মোড় থেকে আমগুড়ি স্কুল চৌপথি ঘুরে আবার শেষ হয় আমগুড়ি কোয়ার্টার মোরে।
এছাড়াও জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্র-ছাত্রীরা ঘটনার দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদে শামিল হন। সন্ধ্যায় এসএফআই-ডিওয়াইএফআই’র ডাকে জেলা কার্যালয় ডিবিসি রোডের সামনে থেকে প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে উকিলপাড়া মোড় অবরোধ করে।
Comments :0