RSS

সংখ্যালঘু ভোট ফেরাতে উদ্যোগী আরএসএস

জাতীয়

লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট পাখির চোখ সংঘের। আরএসএস-এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে "এক জাতি, এক পতাকা, এক জাতীয় সঙ্গীত" থিম নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পৌঁছানোর জন্য দেশব্যাপী প্রচার শুরু করার পরিকল্পনা নিয়েছে।
এমআরএম স্বেচ্ছাসেবকরা প্রচারের মধ্যে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে "সত্যিকারের মুসলিম, ভাল নাগরিক" বার্তা ছড়িয়ে দেবে, একটি বিবৃতিতে বলেছে।

রাষ্ট্রীয় স্বয়সেবক সংঘ (আরএসএস) অনুমোদিত সংগঠনটি জানিয়েছে যে আগামী ৮ জুন থেকে ১১ জুন ভোপালে এমআরএম স্বেচ্ছাসেবক এবং কর্মীদের জন্য তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।
আরএসএস জাতীয় নির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার, যিনি এমআরএম-এর প্রধান পৃষ্ঠপোষকও, প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, ভোপালে উল্লেখযোগ্য হারে সংখ্যালঘু ভোট কমেছে বিজেপির। দুটো আসনই গেছে কংগ্রেসের ঝুলিতে। উত্তর এবং মধ্য- এই দুই আসনে সংখ্যালঘু ভোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই সাম্প্রদায়িক অংককে মাথায় রেখেই সংঘের এই উদ্যোগ বলে অভিমত রাজনৈতিক মহলের।

Comments :0

Login to leave a comment