CONGRESS FARMERS MODI

দশ বছর ধরে ঠকানো হয়েছে কৃষকদের: রাহুল

জাতীয়

ছত্তিশগড়ে ‘ন্যায় যাত্রা’-র মাঝে রাহুল গান্ধী।

কৃষকের ফসলের দাম, সরকারি সম্পদ বিক্রি। মুখ্যত এই দুই বিষয়কেই প্রাধান্য দিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রচার চালালো কংগ্রেস।
পাঞ্জাবের সমরালায় জনসভায় এই ভাষণ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবারই ছত্তিশগড়ের খরসিয়া থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেছেন দলের নেতা রাহুল গান্ধী।
রাহুল বলেছেন,  ‘‘প্রতিদিন মিথ্যার চাষ করেন প্রধানমন্ত্রী। দশ বছর ধরে কৃষকদের ঠকানো হয়েছে। কৃষকদের আয় দ্বিগুন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মোদীর জমানায় ফসলের সরকারি দাম পেতে হয়রান হতে হচ্ছে কৃষকদের। তার ওপর বাড়ছে জিনিসপত্রের দাম। ৬০ শতাংশ ঋণ বেড়েছে প্রত্যেক কৃষকের। প্রতিদিন ৩০ কৃষক আত্মঘাতী হচ্ছেন।’’ 
আর খাড়গে বলেছেন, ‘‘কংগ্রেস সরকারের সময়ে তৈরি বন্দর, বিমানবন্দর বেচে দিচ্ছে প্রধানমন্ত্রী মোদীর সরকার। মোদীর নীতিতেই ধনী আরও ধনী এবং গরিব আরও গরিব হচ্ছে। এই সরকারকে হটাতে হবে।’’ 
সদ্য শেষ বাজেট অধিবেশনে কৃষকদের সহায়তার দাবি বারবারই জানিয়েছে বিজেপি সরকার। ‘ভারতরত্ন’ দেওয়া হয়েছে কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথনকে। অথচ প্রতিশ্রুতি দিলেও ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার আইন করেনি মোদী সরকার। তার বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে শামিল কৃষকরা। 
রাহুল বলেছেন, ‘‘রাজনীতির ফয়দার জন্য কৃষকদের সঙ্গে প্রতারণা চলছে। এই সরকারের ওপর আস্থা রাখা সম্ভব নয়। কংগ্রেস কৃষকদের ন্যায়ের পক্ষে, ফসলের ন্যায্য মূল্যের পক্ষে।’’
গণতন্ত্রের প্রসঙ্গেও মোদী সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস।
খাড়গে বলেছেন, ‘‘এমন সরকার প্রয়োজন যা সংবিধান এবং গণতন্ত্রকে সম্মান করে। সবাইকে সমান অধিকার দেয়।’’ আর রাহুল বলেছেন, ‘‘দশ বছরে বিশ্ব গণতন্ত্র সূচকে ভারত ৩৮ থেকে নেমে ১০৮ তম স্থানে।’’

Comments :0

Login to leave a comment