ASSAM BHARAT JODO ATTACK

ফের রাহুলের যাত্রায় হামলা আসামে (দেখুন ভিডিও)

জাতীয়

এবার আসামের জুমুগুরিহাটে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’–র কনভয়ে হামলা হলো। বিজেপি’র পতাকা নিয়ে জনা ত্রিশেকের একটি বাহিনী ঘিরে ধরে কংগ্রেস নেতা জয়রাম রমেশের গাড়ি। 
রবিবার দুপুরে হামলার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রমেশেই। তিনি বলেছেন, ‘‘মাথা ঠাণ্ডা রেখে ধৈর্য ধরে থেকেছি আমরা। কিছু পরে এসব লোকজন হটে যায়।’’


কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে সরাসরি বলেছেন, ‘‘আসামে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনিই লোক পাঠিয়ে বারবার যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তবে রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচি ঠেনাকো যাবে না।’’
এর আগে রাতের দিকে আসামেরই লখিমপুরে ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস এবং সঙ্গে থাকা গাড়িতে পরপর লাঠির বাড়ি পড়েছে। তারও ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস। একদল বেপরোয়া লোকজনকে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসে হামলা চালাতে। এই এলাকায় কংগ্রেসের সভা ছিল পরদিনই। সভাস্থল এবং লাগোয়া এলাকায় পোস্টার এবং ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। 
রমেশ জানিয়েছেন রবিবার দুপুরে তাঁর গাড়ি ঘিরে সামনের কাচ থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে যাত্রার পোস্টার। তিনি ফের বলেছেন, ‘‘হিমন্ত ভয় পেয়ো না। ভারত জোড়ো ন্যায় যাত্রা আসামের রাজনীতিকে বদলে দেবেই।’’ 
১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু করে আপাতত দলের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা রয়েছে আসামে। ২৫ জানুয়ারি পর্যন্ত আসামেই থাকার কথা রাহুলের। দু’দিন আগে হিমন্ত বিশ্ব শর্মা হুমকির সুরে বলেছেন গুয়াহটিতে ঢুকলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে রাহুলের বিরুদ্ধে। জনজীবন স্বাভাবিক রাখার ক্ষেত্রে সমস্যা করবে এই যাত্রা। 
রবিবার অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবম টুকির সঙ্গে বৈঠক করেন রাহুল। উত্তর পূর্বাঞ্চলে জাতীয় কংগ্রেস কমিটির পক্ষে বিশেষ দায়িত্বে টুকি। আসামে প্রচারে গোড়া থেকেই হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব রাহুল। কংগ্রেসের নেতারা বলছেন রামমন্দির নিয়ে হাওয়া একমুখী করার চেষ্টা চললেও উত্তর পূর্বাঞ্চলে মানুষ ভালো সাড়া দিচ্ছেন। নানা হুমকি, শাসানি অগ্রাহ্য করে সভাগুলিতে ভিড় হচ্ছে। আগ্রহ বাড়ছে জনতার। তাতেই সমস্যায় পড়েছে বিজেপি।

Comments :0

Login to leave a comment