‘অভয়া’-র ন্যায় বিচার সহ আরজি কর কাণ্ডে সমস্ত অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে ফের মিছিল হলো জলপাইগুড়িতে।
শুক্রবার সন্ধ্যায় মিছিলে দাবি ওঠে, নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, শিয়ালদহ আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই হাসপাতালের ভেতর চিকিৎসক হত্যায় কেবল একজনকে অভিযুক্ত করেছে চার্জশিটে। বৃহস্পতিবার আদালত জানিয়েছিল বিচার শেষ। ১৮ জানুয়ারি রায় ঘোষণা। কিন্তু চিকিৎসক ও প্রতিবাদীরা বলছেন, হত্যাকাণ্ড হাসপাতালে সংগঠিত অপরাধ চক্রের কারণে। প্রমাণ লোপাট হয়েছে। এই অপরাধ চক্রের মাথাদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
এদিন মিছিলে ওঠে গণতন্ত্রের দাবিও। ‘১২ই জুলাই কমিটি’-র ডাকে হয়েছে এই মিছিল। জলপাইগুড়ি বড় পোস্ট অফিস মোড় থেকে মিছিল বেরিয়ে শহরের এক বিরাট অংশ পরিক্রমা করে কর্মচারী ভবনের সামনে শেষ হয়। স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলকে নেতৃত্ব দেন ‘১২ই জুলাই কমিটি’-র দুই আহ্বায়ক বাণীব্রত সাহা ও প্রদীপ কর্মকার। ছিলেন নেতৃবৃন্দ।
Jalpaiguri Rally 'Abhaya'
অভয়াকাণ্ডে অপরাধের মাথাদের ধরার দাবিতে মিছিল জলপাইগুড়িতে
×
Comments :0