বিশ্বনাথ সিংহ
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে গণতন্ত্রকে ধ্বংসের বিরুদ্ধে, চোপড়ার ভয়ঙ্কর সন্ত্রাসে বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিপিআই( এম)।
রবিবার সন্ত্রাস কবলিত এলাকায় যান সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্য নেতৃত্বে। দলে দলে মানুষ পা মেলালেন প্রতিবাদের কর্মসূচিতে। হাজার মানুষের জমায়েত ঘটলো দাসপাড়া গ্রামে। জনতা বুঝিয়েছেন যে গুলি চালিয়েও ভয় দেখানো যায়নি। ঘরে ঢুকে থাকছেন না।
মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বিধায়কের বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি চলে গত ১৫ জুন। আহত কর্মীরা মৃত্যুর সাথে পাঞ্জা কষছেন। তাঁদের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে পার্টি। প্রতিরোধে আন্দোলনে পুলিশের মিথ্যা মামলার খরচ জোগাবে পার্টি। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বন্ধু সাথীরা ঘটনার উদ্বেগ প্রকাশ করে আন্দোলনে সামিল হয়েছেন, আবার সাহায্যের হাত বাড়িয়েছেন।
কৃতজ্ঞতা জানিয়ে জেলা সম্পাদক বলেন, "আরো অর্থের প্রয়োজনে কিউ আর কোড দিয়ে আবেদন জানানো হয়েছে, সাড়া মিলছে। বিধায়কের তৃণমূল বাহিনী গ্রামের মানুষের পঞ্চায়েত ভোটে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি। এক কথায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে গণতন্ত্রকে খুন করা হয়েছে। এর বিরুদ্ধে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। "
তবে চোপড়ার অশান্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন তিনি।
রবিবার সকাল থেকেই মাথায় গুলি লেগে আহত মরসুর আলম, পায়ে গুলি লেগে গুরুতর আহত মোস্তাফা কামাল ছাড়াও আহতদের বাড়িতে বাড়িতে পৌছালেন নেতৃত্বেরা। ছিলেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার, মোকলেশ্বর রহমান, প্রবীণ নেতা নজরুল ইসলাম, আনসারুল হক, দবিরুল ইসলাম সহ হাজার হাজার মানুষ।
Comments :0