Manikchak Gaza

গাজায় গণহত্যার প্রতিবাদে মিছিল মানিকচকে

জেলা

গাজায় ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে মিছিল মানিকচকে।

গাজায় গণহত্যা চলছে। নিরস্ত্র নারী, শিশু, বৃদ্ধদের নির্বিচারে হত্যা করছে ইজরায়েল। মদত দিচ্ছে আমেরিকা। আক্রমণ বন্ধ করার দাবিতে শুক্রবার মিছিল হয়েছে মালদহের মানিকচকে। 
সংঘর্ষবিরতির শর্ত ভেঙে গাজায় আক্রমণ চালিয়েই যাচ্ছিল ইজরায়েল। সে কারণে বন্দি বিনিময় স্থগিত রাখে গাজার প্রতিরোধী বাহিনী হামাস। এরপর থেকে চলতি সপ্তাহে বোমাবর্ষণ শুরু করেছে ইজরায়েল। 
এদিন মালদহের মানিকচকে মানিকচক ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে হয়েছে মিছিল। মিছিলে নেতৃত্ব দেন দেবজ্যোতি সিনহা সহ  সিপিআই(এম) নেতৃবৃন্দ।
মিছিলে দাবি উঠেছে ভারত সরকারকে আন্তর্জাতিক স্তরে প্রকাশ্যে এই গণহত্যার জোরালো প্রতিবাদ করতে হবে। ভূমিকা নিতে হবে সংঘর্ষবিরতিতে। 
প্যালেস্তাইনের গাজায় পঞ্চাশ হাজারের বেশি শিশু, নারী ও বয়স্ক মানুষ প্রাণ হারিয়েছেন। গোটা বিশ্বে চলছে প্রতিবাদ। 
২৪ মার্চ কলকাতায় কলেজ স্কোয়ার থেকে মৌলালি পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। ২২ ও ২৩ মার্চ বিভিন্ন এলাকায় হচ্ছে মিছিল।

Comments :0

Login to leave a comment