Madrid Derby

অমীমাংসিত মাদ্রিদ ডার্বি

খেলা

ছবি প্রতিকী

 


 

রবিবার রাতের মাদ্রিদ ডার্বি শেষ হল ১- ১ গোলে। লা লিগার দ্বিতীয় লেগের ডার্বিতে গোল পেলেন এম্ব্যাপে। কিছুদিন আগেই মার্সেলো নিজের অবসর ঘোষণা করেছিলেন। তাই ম্যাচ শুরুর আগে মাঠেই খেলোয়াড়দের সঙ্গে মার্সেলোর সম্মানার্থে তার ১২ নম্বর জার্সির একটি স্মারক তুলে দেন মড্রিচ।  প্রথমার্ধে বক্সে চুয়ামেনি ফাউল করায় পেনাল্টি নির্দেশ দেন রেফারি। গোল করেন আলভারেজ। প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এমবাপের গেলে সমতা ফেরায় রিয়াল। এর ঠিক পরেই এম্ব্যাপের হেড পোস্টে লেগে ফিরে আসে। রিয়াল যথেষ্ট পরিমাণে চাপ দিলেও ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল রিয়ালকে। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল অ্যাটলেটিকো মাদ্রিদ। 


 

Comments :0

Login to leave a comment