স্বপ্ন নয়, বাস্তব। যাদবপুরের বাসিন্দা গৌরব রায়ের হাত ধরে দিল্লির বুকে পথ চলা শুরু হল রেড রকার্জ ফুটবল স্কুল। তাঁর সঙ্গে রয়েছেন জম্মুর রাঘব গুপ্ত, যিনি নিজে আই লিগেও খেলেছেন।
গৌরব রায় নিজে এটিকে এফসি-তে ভিডিও এডিটর হিসেবে কাজ করেন। মিনার্ভা অ্যাকাডেমির সঙ্গেও যুক্ত ছিলেন। মূলত, ভারতীয় ফুটবলের ট্যালেন্টগুলিকে খুঁজে বের করার লক্ষ্যেই তাঁর এই প্রচেষ্টা। অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ স্তরের পেশাদার ফুটবলার তৈরি করাই প্রাথমিক পরিকল্পনা রয়েছে তাঁদের।
গৌরব রায় নিজেও যথেষ্ট আশাবাদী এই প্রজেক্টটি নিয়ে। তিনি বলছেন, “গুরগাঁওতে ফুটবল ভালোবাসে এইরকম অনেক ছেলেমেয়ে রয়েছে। কিন্তু সঠিক অনুশীলন তাঁরা পায়না। তাঁদের জন্যই আমার এই উদ্যোগ।“
Comments :0