এ মরশুমে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের নয়া ফিল্ডিং কোচ নিযুক্ত হলেন রায়ান টেন দুসখাতে। তিনি নেদারল্যান্ডের প্রাক্তন তারকা অলরাউন্ড ক্রিকেটার ছিলেন। ব্যাট-বলের পাশাপাশি দায়িত্ব নিয়ে ফিল্ডিংটাও করতেন অসাধারন। ক্রিকেটার হিসাবে ২০১২-১২১৪ মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা দলের একজন সফল সদস্য ছিলেন। এবার শাহারুখ খানের ফ্রাঞ্চাইজির হয়ে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করবে নয়া ভূমিকায় ৪২ ছুঁইছঁই রায়ান। দলের কোচিং ম্যানেজমেন্টের গুরু দায়িত্বতা এবার সামলাতে হবে ডাচ কিংবদন্তিকে। দলের প্রধান কোচ বহু যুদ্ধের নায়ক রঞ্জি কাপানো পোড় খাওয়া চন্দ্রকান্ত পণ্ডিত।
KKR
কেকেআরের নয়া ফিল্ডিং কোচ রায়ান টেন দুসখাতে
×
Comments :0