SABA womens championship

বাস্কেটবল প্রতিযোগিতায় ভারতের সামনে মালদ্বীপ

খেলা

SABA womens chmpionship india vs maldives

বুধবার সাবা উইমেন্স অথবা SABA ( south asian basketball association ) চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। গত ম্যাচে শ্রীলেখা রানীর দল নেপালকে বর ব্যবধানে হারিয়েছিল । ১১৩-৩২ ব্যবধানে প্রথম ম্যাচে জিতেছিল ভারত । মালদ্বীপও নেপালকে ২৩-৪৬ ব্যবধানে হারিয়েছে।মূল  লড়াই হতে চলেছে ভারতের কৃষ্ণমূর্তি ও হর্ষিতার সাথে মালদ্বীপের অমীনাথ ইস্রায়ুর সাথে। ১৯ এবং ১৬ পয়েন্টে শীর্ষে রয়েছেন কৃষ্ণমূর্তি ও হর্ষিতা। বুধবার দিল্লির কে ডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭টায়।

Comments :0

Login to leave a comment