কৃষকদের জমি জোর করে কেড়ে নিচ্ছে জেডি(ইউ)-বিজেপি সরকার। ফের আন্দোলনে নেমেছে সারা ভারত কৃষক সভা। সঙ্গে জুড়ে গিয়েছে আরও কৃষক সংগঠন। সংযুক্ত কিসান মোর্চা ২৬ জুন মহামিছিলের ডাক দিয়েছে। মিছিল পাটনার বিখ্যাত গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রীর সররকারি আবাস পর্যন্ত হবে মিছিল।
শনিবারই পাটনার কাছে মসোড়ি, ধনোড়া, ফতুড়ার মতো একাধিক গ্রামে সভা করেছে কৃষকসভা। সংগঠনের বিহার রাজ্য সম্পাদক বিনোদ কুমার কথা বলেছেন কৃষকদের সঙ্গে।
বিহারে বামপন্থীরা বারেবারেই রাস্তায় নামছেন। দলিত যুবতীর হত্যার প্রতিবাদে শুক্রবারই ভাগলপুরের দীপনগরে বিক্ষোভ মিছিল করেছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। ছিলেন সংগঠনের নেত্রী রামপরী দেবী।
শনিবার পাটনার কাছে গ্রামাঞ্চলে কৃষকদের অভিযোগ, জমি মাফিয়ারা একদিকে চাপ তৈরি করছে। আর প্রশাসন আরেকদিকে তাদের কথা জমি অধিগ্রহণের নতুন নতুন ফন্দি ফিকির বের করছে। নীতীশ কুমার নতুন দফায় বিহারে বিজেপি’র সঙ্গে জোট সরকার করেছেন। এই সরকারের মেয়াদে গ্রামাঞ্চলে বড় জমির মালিক বিভিন্ন অংশের দাপট আরও বেড়েছে।
PATNA RALLY FARMERS
কৃষকের জমি কাড়া রুখতে ২৬ জুন পাটনায় মহামিছিল
×
Comments :0