যাঁর নিরাপত্তা দেওয়ার কথা তিনিই কেন পথে নামছেন? উনি তো স্বাস্থ্য মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিছিল প্রসঙ্গে এই মন্তব্য করেছেন ছাত্র-যুব-মহিলা নেতৃবৃন্দ। তাঁরা বলেছেন, নাটক হচ্ছে। আমরা বলছি, নাটক ছাড়ো আর জি করের মাথা ধরো। সেই সঙ্গে নেতৃবৃন্দ জানিয়েছেন সিবিআই তদন্ত কিভাবে করছে তার ওপরও নজর রাখা হবে।
শুক্রবার আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সিবিআই তদন্তে নেমে এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবি বারবারই তোলা হয়েছে। তাঁর বিরুদ্ধে অজস্র অভিযোগ বহুদিন থেকে। আগে গ্রেপ্তার করা হলে আর জি করে এত বড় ঘটনা হয়ত এড়ানো যেত। এভাবে দুর্নীতির মৌচাক তৈরি হতো না।
শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ, ডিয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ছিলেন অধ্যাপিকা ঈশিতা মুখার্জিও।
তৃণমূল কংগ্রেস জনতার প্রতিবাদে শঙ্কিত হয়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে বানতলা ধর্ষণ হত্যা কাণ্ডকে সামনে এনেছে। নেতৃবৃন্দ বলেছেন, এমন যে কোনও ঘটনাই নিন্দার। সেই সঙ্গে মনে করিয়েছেন যে বানতলা কাণ্ডে এখনও দোষীদের একজন জেলে। ওই ঘটনায় একাধিক অপরাধীকে বিচারের সামনে ফেলে শাস্তি নিশ্চিত করা হয়েছিল।
মমতার মিছিল সম্পর্কে মীনাক্ষী বলেছেন, ‘‘নাটক হচ্ছে, যেন উনি নিজে নিজের বিরুদ্ধে মিছিল করছেন। মানে স্বীকার করছেন যে তিনি ব্যর্থ। পুলিশ মন্ত্রী নিজে ব্যর্থ, বিচারের জন্য মা-বোনদের রাস্তায় নামতে হয়।’’
স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে লাগাতার আন্দোলন চালানোর ঘোষণা করা হয়েছে সাংবাদিক সম্মেলনে। বলা হয়েছে, বামফ্রন্টের সময়েই প্রধান পরিকাঠামো হয়েছে। তার ওপর রঙ করে মাফিয়া রাজ চালাচ্ছে তৃণমূল সরকার।
তিনি বলেন, ‘‘সিবিআই’র ট্র্যাক রেকর্ড ভাল নয়। তাও আমরা চাইছি ভরসা রাখতে। সিবিআই খাতায়-কলমে স্বশাসিত। কিন্তএ রাজ্যে বহু ঘটনায় অপরাধীদের শাস্তি দিতে পারেনি। ফলে সিবিআই’র তদন্তও নজরে থাকবে। আমরা আস্থা রাখতে চাইছি এ কথা ভেবে যে এই সংস্থা তৈরি করা হয়েছিল নিরপেক্ষ এবং দক্ষতার সঙ্গে তদন্ত চালানোর জন্য। আমাদের দাবি, দ্রুততার সাথে তদন্ত করুন এবং দোষীদের শাস্তি দিন।’’
তিনি বলেন, ‘‘ প্রতিদিন নৃশংসতা বাড়ছে, এত পুলিশ তবু কোনও নিরাপত্তা নেই। নির্যাতিতা এবং তাঁর পরিবার যতদিন না বিচার পাচ্ছে সব দোষীরা যত দিন না সাজা পাচ্ছে ততদিন লড়াই চলবে। স্বাস্থ্য মন্ত্রী পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কামদুনির সময় তিনিই দায়িত্বে ছিলেন। তা’হলে দোষীরা শাস্তি পাবে না।’’
বিক্ষোভের মুখে সন্দীপ ঘোষকে না সরিয়ে কেবল বদলি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। মীনাক্ষী বলেন, ‘‘কেন সন্দীপকে কেবল বদলি করা হলো, তাঁর দুর্নীতির কেন সামনে এল না? কেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এত বড় দুর্নীতি চলছে।’’ তিনি বলেন, ‘‘যারা আরজি করে ভাঙচুর করলো তারা সভ্য সমাজের নয়। আমরা পতাকা কাঁধে নেই মানুষের জন্য। হাসপাতাল ভাঙার জন্য নয়।’’
MINAKSHI MAMATA RALLY
নাটক করছেন মুখ্যমন্ত্রী, নজরে থাকবে সিবিআই-ও: মীনাক্ষী
×
Comments :0