Bangla Bachao Yatra Salim

দেশ-বাংলা বাঁচাতে শক্তিশালী করতে হবে লালঝান্ডাকেই, মেমারীতে সেলিম

রাজ্য জেলা বাংলা বাঁচাও যাত্রা

মেমারির জনসভায় মহম্মদ সেলিম।

মানুষ উদার হাতে সমর্থন করছেন ‘বাংলা বাঁচাও যাত্রা’-কে। তাঁদের দাবি তুলে ধরছেন। তা নিয়ে আন্দোলনের পরিকল্পনা হচ্ছে। 
শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারিতে বাংলা বাঁচাও যাত্রা-র সমাবেশে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তিনি বলেন, গত পঁচিশ বছর ধরে চক্রান্ত হয়েছে দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো ভাঙার জন্য। ফ্যাসিবাদী হিন্দুরাষ্ট্র গড়ার চক্রান্ত ছিল। তারই অংশ হিসেবে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করা হয়েছিল। কারণ দেশের অন্যত্র পারলেও বাংলায় আরএসএস নিজের পরিকল্পনা কার্যকর করতে পারছিল না। বাংলায় একদিকে রামমোহন-বিদ্যাসাগরের ঐতিহ্য, আরেকদিকে গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে সংগ্রাম, সম্প্রীতির ঐতিহ্যকে রক্ষার নিরন্তর সংগ্রামের কারণে আরএসএস এ রাজ্যে সফল হচ্ছিল না। গুজরাটে হোর্ডিং দেওয়া হয়েছিল ‘ওয়েলকাম টু হিন্দুরাষ্ট্র’। পশ্চিমবঙ্গে সম্ভব ছিল না। এ রাজ্যে গণতন্ত্রকে আরও সম্প্রসারিত করেছিল বামফ্রন্ট সরকার।
তৃণমূল কেবল মাতব্বরির জন্য পঞ্চায়েত দখল করে না বা স্কুল-মাদ্রাসার বোর্ড গায়ের জোরে দখল করে না। আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করতে পরিকল্পনামাফিক এই কাজ করে। ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংসের একই প্রকল্প। মানুষের মধ্যে বিষ ঢোকানো হলো, বিভাজনের চাষ হলো। আর এখানে বোঝালো মমতার থেকে হাত থেকে রক্ষা করতে পারে বিজেপি। 
তিনি বলেন, ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন এক গরিব বিক্রেতা। সেটা তো ‘বিফ’ ছিল না। বড় বড় দোকানে চিকেন প্যাটিস বিক্রি করলে আপত্তি নেই। অথচ গরিব বিক্রেতাকে দলবেঁধে মারা হলো। কোথায়? গুজরাট, রাজস্থানে না। নবান্নের অদূরে, কলকাতার মধ্যে। এটা ছোট্ট ঘটনা নয়। 
সেলিম বলেছেন, তৃণমূলের নেতারা দুর্নীতি করলে, ধর্ষণ করলে রাজ্যের পুলিশ পাহারা দেয়। আর তারা বিজেপি-তে যোগ দিলে কেন্দ্রের পুলিশ পাহারা দেয়। আর বোঝানো হলো লালঝান্ডা দুর্বল। তৃণমূলকে হটাতে হলে বিজেপি-কে লাগবে। আর ‘বাংলা বাঁচাও যাত্রা’ বলছে বাংলাকে বাঁচাতে হলে লালঝান্ডাকেই শক্তিশালী করতে হবে। জাত-ধর্ম নির্বিশেষে সব মানুষকে এককাট্টা হতে হবে। সেলিম বলেন বাংলায় আমরা  ইংরেজের বিরুদ্ধে লড়েছি, আমরা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়েছি, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছি। সব প্রতিক্রিয়ার শক্তি বলেছে লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। লালঝান্ডার লাঠিকে শক্তিশালী করতে পারলে লুটেরাদের হাত থেকে দেশকে, বাংলাকে বাঁচানো সম্ভব। 

Comments :0

Login to leave a comment