রাত পোহালেই পড়ুয়ারা মেতে উঠবে বাগদেবীর আরাধনায়। স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোরকদমে চলছে প্রস্তুতি। বর্তমানে থিম পুজার একটা প্রবণতা বেড়েছে। বিভিন্ন ধরণের সাজসজ্জায় তৈরী হচ্ছে মন্ডপ। কেনাকাটায় বাজারে বেরিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। শহর থেকে জেলা সর্বত্র বাজারে ফল, সবজি থেকে ফুলের দাম আকাশ ছোঁয়া। ছোট একটা ডাব বিকোচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কুল, শাঁখ আলু, শশা বিক্রি হচ্ছে চড়া দামে। বৃহস্পতিবার সকাল থেকেই মালবাজার শহরের দৈনিক বাজার, ঘড়ি মোড়, স্টেশন রোড জুড়ে সরস্বতী পূজার বাজার জমে উঠে। সাজের প্রতিমা, ফলমূল সহ পূজার যাবতীয় উপকরণ সবই পাওয়া যাচ্ছে। এদিন সকাল থেকেই মালবাজার শহর সহ পার্শ্ববর্তী চা বাগান ও গ্রামাঞ্চলের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা ও সাধারণ মানুষ ভিড় জমান বাজারে। সকলকেই দেখা গেল পূজোর বাজার সারতে। সকাল থেকেই ক্রেতা সমাগম যথেষ্টই বেশি। দুপুর যত গড়িয়ে বিকেলের দিকে এগিয়ে চলে ভিড় ততই বাড়তে থাকে। তবে বাজারে ফলমূল সহ যাবতীয় সবজি অগ্নিমূল্য। পুজোর বাজার স্বার্থে এসে পকেটের টান পরলো সকলের। এদিন মালবাজার শহরের বাজারে আপেল- ১২০-১৬০ টাকা কেজি, নারকেল কুল- ১০০ টাকা কেজি, শাকালু ৬০ টাকা কেজি, শশা ৬০ টাকা কেজি, ডাব ৫০ টাকা, কমলালেবু ১৫০ থেকে ২০০ টাকা কেজি, কলা ৭০ থেকে ১০০ টাকা ডজন বিক্রি হচ্ছে। পাশাপাশি সবজির বাজারেও দামে আগুন লেগেছে। ক্রেতাদের পকেটে টান পড়েছে। স্থানীয় ফল ব্যবসায়ী পিন্টু হক জানালেন, ‘‘ফলের দাম কিছুটা উর্ধমুখী। ক্রেতারাও পুজোর জন্য প্রয়োজনীয় ফল কিনছেন তবে পরিমানে কম।’’
অপরদিকে প্রতি বছরের মতো এবারও ঘড়ি মোড় এলাকায় পুজোর বাজার বসেছে। ফল,ফুল সহ মাটির সামগ্রি পুজোর যাবতীয় উপকরণ সবই এখানে পাওয়া যাচ্ছে। বেলপাতা, তুলসী পাতা, দূর্বা সব কিছুরই পসার সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এদিন শহরের বাজারে গাঁদা ফুলের দাম ছিলো ৪০ টাকা। ফলের পাশাপাশি সবজির বাজারে দাম ছিলো ঊর্ধ্বমুখী। অন্য বাড়ির তুলনায় এবারে সবজির দাম অনেকটাই বেশি। এদিন বাজারে আলু ২০-৩০ টাকা, ফুলকপি- ৩০ টাকা, বাঁধাকপি-২০ টাকা, গাজর-৫০ টাকা, সিম-৫০ টাকা, বিমস- ৬০ টাকা, মুলা-৩০ টাকা, মটরশুটি-৬০ টাকা কেজিপ্রতি বিক্রি হয়েছে। ৪০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে একাধিক সাইজের সরস্বতী প্রতিমা বিক্রি হচ্ছে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমগ্র শহর জুড়ে সাজো সাজো রব। এলাকার স্কুল, কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব, একাধিক বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়েছে। অগ্নি মূল্যের বাজারে পুজোকে কেন্দ্র করে মালবাজার শহরের পুজোর বাজার জমেছে।
Saraswati puja 2026
সরস্বতী পুজোয় বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের
×
Comments :0