Madrasa Results

মাদ্রাসায় প্রথম সাইদ আলমের স্বপ্ন চিকিৎসক হওয়ার, আরজি সরকারি সাহায্যের

রাজ্য জেলা

রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে সাইদ আলম মন্ডল। দু:স্থ এবং মেধাবী হতদরিদ্র পরিবারের ওই ছাত্রের স্বপ্ন চিকিৎসক হওয়ার। পরিবারের অকূল আর্তি সরকারি সাহায্যের।
উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিণ্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা ছাত্র সাইদ। স্বাধীনতা সংগ্রামী আল্লামা রুহুল আমিনের উদ্যোগে সেখান ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা থেকে বহু ছাত্র ইঞ্জিনিয়ার-চিকিৎসক হয়ে রাজ্য তথা দেশের নানা প্রান্তে সুনামের সঙ্গে কাজ করছে। সাইদ আলম মন্ডলের ৯০০ মধ্যে প্রাপ্ত নম্বর ৮৭৩।  দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করতো সাইদ। অবসর সময় মোবাইলে পড়াশোনার ভিডিও দেখতো। পড়াশুনার পাশাপাশি ক্রিকেট খেলা তাঁর পছন্দ। জানা গিয়েছে গ্রামে কাজ না পেয়ে বাবা আব্দুল কাইয়ুম মন্ডল বর্তমানে পরিযায়ী শ্রমিক। তিনি মুম্বাইতে সেলাই মিস্ত্রির কাজ করেন। মা সাবিনা বিবি গৃহবধূ। কোনরকমে দিন গুজরান করেন তাঁরা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার বাড়ি প্রকল্পে পাকা ছাদযুক্ত ঘর জোটেনি এই মণ্ডল পরিবারের। টালির চাল আর অ্যাসবেসটসের ছাউনী ঘরে সাইদ স্বপ্ন দেখতো সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের হাল ধরবে। তাই এবার মাদ্রাসা বোর্ডে আলিমে প্রথম হয়ে আগামী দিনে নিট দিয়ে মেডিকেল পরীক্ষায় বসে চিকিৎসক হওয়ার স্বপ্ন তাঁর। শনিবার এমনই জানায় সাইদ। কিন্তু পড়াশুনার খরচ জোগাড় করা তাঁর পরিবারের সম্ভব নয়। তাই সরকারের কাছে তাঁর আবেদন মুখ্যমন্ত্রী যদি সাহায্য করেন তাহলে, তাঁর স্বপ্ন পূরণ হবে। ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমান ডিরেক্টর মাসিদুর রহমান বলেন, ''এই মাদ্রাসায় প্রায় ৩৫০ ছাত্রছাত্রী রয়েছে।তাঁরা বহু সুনামের মধ্যে দিয়ে রাজ্য দেশের মানচিত্রে জায়গা করে নিয়েছে। আমরা চাই  মুখ্যমন্ত্রী সাহায্য করুন। তাহলে এই দু:স্থ মেধাবী ছাত্রের স্বপ্নপূরণ হবে।''

Comments :0

Login to leave a comment