Book stall

চেতনায় বিজ্ঞান' বুকস্টল টাকীতে

জেলা


 

বাংলীর শ্রেষ্ঠ উৎসবে আনন্দে মেতে উঠেছে বাংলার কিশোর-কিশোরী থেকে বৃদ্ধ-বৃদ্ধা সকলেই। সবার মতো শারদ উৎসবে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইছামতী বিজ্ঞান কেন্দ্র। তবে একটু আলাদা ভাবে। দূষণ জর্জরিত জরাজীর্ণ পরিবেশের স্বার্থে, কুসংস্কার আচ্ছন্ন সমাজকে "বিজ্ঞান মনস্ক" করে তুলতে 'চেতনায় বিজ্ঞান' নামক বুকস্টলের উদ্বোধন হলো শনিবার। চারদিন খোলা থাকবে এই বুকস্টল। বিজ্ঞানের নানাবিধ বইয়ের পাশাপাশি রাখা হয়েছে পরিবেশ বাঁচানোর একাধিক আবেদন পত্র। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, টাকী বিজ্ঞান চক্রের সভানেত্রী তথা টাকী ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া মনীষা মুখার্জী, উপস্থিত ছিলেন সমাজসেবী ডাঃ মিহির ব্যানার্জী, সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জী, জেলা সহ-সম্পাদক তথা ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার, ইছামতী বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি শুভব্রত দাশ, কবি পার্থ বন্দোপাধ্যায়, কবি অচিন্ত রঞ্জন মন্ডল, টাকী বিজ্ঞান চক্রের সম্পাদক গৌর বাউলিয়া, জেলা কমিটির সদস্যা অগ্নিজিতা চ্যাটার্জী, জেলা কাউন্সিল সদস্য শুভদীপ মন্ডল, অমিতাভ বর্মন, বিজ্ঞান কর্মী শিক্ষক আলমগীর মন্ডল,রনিতা অধিকারী,শ্রেয়া বিশ্বাস প্রমুখ। পুজোয় আগত সকল দর্শনার্থীদের ধরে ধরে বিজ্ঞান কর্মীরা বোঝাতে চেষ্টা করছেন কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে প্রতিটি পুজো ক্লাবকে আবেদন করা হয় যাতে ফুল বা কোনো কেমিক্যাল জাতীয় কিছু নদীতে না ফেলার। আবেদন রাখা হয় শব্দ বিধি মানার সহ একাধিক বিষয়। আগত সকল দর্শনার্থীদের অনুরোধ করা হলো প্লাস্টিক বর্জন, নদীতে নোংরা আবর্জনা না ফেলা, পুকুর বা জলাশয় ভরাট না করা, জলের অপচয় না করা, গাছ কাটা বন্ধ করা, নদীর ধারের ম্যানগ্রোভ রক্ষা করা সহ একাধিক বিষয়। আগত সকল মানুষদের হাতে তুলে দেওয়া হলো আমাদের দাবি সনদ লিফলেট। পার্থ মুখার্জী বলেন- আমরা সবাইকে অনুরোধ করছি এই উৎসবে আপনার সন্তান ও প্রিয়জনের হাতে তুলে দিন সঠিক দর্শনের বই। প্রথম দিনেই " *চেতনায় বিজ্ঞান*" বুকস্টলকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।। মানুষের স্বার্থে ও প্রয়োজনে ইছামতীর বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচিতে বুকস্টল দেওয়া হবে বলে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়।

এদিন  মার্কসীয়  ও প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র সন্দেশখালি ১ এরিয়া কমিটির উদ্যোগে ন্যাজাটে শারদীয়া মার্কসীয় ও প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র।

Comments :0

Login to leave a comment