লোকালয়ে ঢুকে পড়লো দলছুট দাঁতাল হাতি। শিলিগুড়ির অদূরে নিউ জলপাইগুড়ি সংলগ্ন ভোলার মোড় এলাকায় শনিবার হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সকালে দলছুট হাতিটি সিপাইপাড়া, ভালোবাসা মোড়, রামনগর মজদুর বস্তি হয়ে টি পার্কের পাশে আরপিএফের ৪নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে ঢুকে পড়ে। ক্যাম্প সংলগ্ন ছোট জঙ্গলে রয়েছে দিনভর রয়েছে হাতিটি। খবর পেয়ে বনদপ্তরের বৈকুন্ঠপুর বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটির ওপর সতর্ক দৃষ্টি রেখে চলেছে। এলাকার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, হাতিটিকে ক্যাম্প সংলগ্ন ওই ছোট জঙ্গলের মধ্যেই কড়া নজরদারিতে রাখা হবে। ফের যাতে লোকালয়ে চলে আসতে না পারে হাতিটি। ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতাঁরের বেড়ার ওপারে জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া দলছুট একটি দাঁতাল ও মাকনা হাতিকে শুক্রবার ফাঁসিদেওয়ার বন্দরগছ এলাকায় ঘুম পাড়ানি গুলির সাহায্যে ঘুম পাড়িয়ে সুকনা অভয়ারন্যে ফেরানো হয়। রাত পার হতে না হতেই শনিবার সকালে ফের শিলিগুড়ি শহরের লোকালয়ে দলছুট দাঁতাল ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বারবার বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীদের সচেতন করা হচ্ছে। গোটা এলাকায় ১৪৪ধারা জারি করা হয়েছে। খাবারের সন্ধানেই বারবার লোকালয়ে ঢুকে পড়ছে হাতি এমনটাই অনুমান করা হচ্ছে। সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত আছেন বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন সন্ধ্যে হতেই হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেছে বনকর্মীরা। শুধুমাত্র বৈকুন্ঠপুর ডিভিশনের বনকর্মীরা নয়, বনদপ্তরের কার্শিয়াঙ ও জলপাইগুড়ি ডিভিশনের বনকর্মীরাও উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। এই সংবাদ লেখা পর্যন্ত হাতিটিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বনকর্মীরা।
Elephant Siliguri
লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্ক শিলিগুড়িতে
×
Comments :0