উত্তর প্রদেশের মিরাটের লিসারি গেট থানা এলাকায় একটি পরিবারের পাঁচ সদস্যকে খুনের ঘটনায় হত্যাকারি শনিবার পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নাঈম লিসারি গেট এলাকায় তার সৎ ভাই, সৎ ভাইয়ের স্ত্রী এবং তাদের তিন সন্তানকে খুন করে। অভিযুক্তের সন্ধানে ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
উত্তর প্রদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ দিন আগে গত জানুয়ারি মেরঠের লিসারি গেট থানা এলাকার ভাড়া বাড়ি থেকে একই পরিবারের সদস্যের দেহ উদ্ধার হয়। বাড়িতে সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন অভিযুক্তের সৎভাই মঈন। ঘরের মেঝেতে রক্তাক্ত দেহ উদ্ধার হয় মঈন ও তাঁর স্ত্রী'র। খাটের ভিতর থেকে উদ্ধার করা হয় দম্পতির ৩ সন্তানের দেহ। ঘটনায় মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ জানিয়েছে গত ৯ জানুয়ারি উত্তরপ্রদেশের এই শহরকে হতবাক করা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাবা-মায়ের দেহ বিছানার চাদরে মোড়ানো ছিল। আর পাঁচজনেরই মাথায় গভীর আঘাত এবং গলায় আঘাতের চিহ্ন ছিল। মৃত মহিলার আত্মীয়দের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, তিনজন অভিযুক্ত এবং কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। দুজন সন্দেহভাজন এবং আরও কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য। হত্যাকাণ্ডের জন্য বেশ কয়েকজন সন্দেহভাজনকে হেফাজতেও নেওয়া হয়। এলাকার সিসিটিভি খতিয়ে দেখে নাঈমের ব্যাপারে জানতে পারা যায়। তারপর নাঈমের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পুরস্কারের কথা ঘোষণা করা হয়। উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার বলেন, ‘‘তদন্তে জানা গিয়েছে দিল্লি ও মহারাষ্ট্রের থানে জেলায় একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল নাঈম। গ্রেপ্তারি এড়াতে নাম বদলে পালিয়ে বেড়াচ্ছিল সে। পারিবারিক সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে অশান্তির জেরেই সৎভাই ও তাঁর পুরো পরিবারের হত্যা করে সে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দিল্লি ও মহারাষ্ট্রে খুনের মামলায়ও ওয়ান্টেড ছিল। ঘটনাপ্রসঙ্গে এসএসপি বিপিন টাডা জানান, শনিবার ভোর ৪টে নাগাদ নাঈমকে ঘিরে ফেলা হয়। চৌকি সামার গার্ডেন এলাকার মদিনা কলোনি ফেজ-২-এ অভিযুক্ত নাঈম ওরফে জামিলের সাথে গুলির লড়াই চলে। সেখানে অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। তার বুকে গুলি লাগে। মেরঠ জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Meerut Police Encounter
পরিবারের পাঁচ সদস্যকে খুন, পুলিশের গুলিতে মৃত অভিযুক্ত
×
Comments :0