Cold Dinajpur

কেন যাব! কুয়াশায় মুড়ে শেষবেলায় দিনাজপুর কাঁপাচ্ছে শীত

জেলা

এমনই ঘন কুয়াশায় মোড়া রায়গঞ্জ।

বিশ্বনাথ সিংহঃ রায়গঞ্জ

ঘন কুয়াশায় সারাদিন অন্ধকার। তীব্র ঠাণ্ডায় জবুথুবু দিনাজপুর। চারদিন ধরে, এমনকি শুক্রবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। শনিবার সকাল থেকে ঘন কুয়াশায় মোড়া।  
বুধবার থেকে শুক্রবার ছিল ঠান্ডায় জবুথবু দিন। কুয়াশার পরিমাণ এতটাই বেশি ছিল যে, মাঝেমধ্যেই দুর্ঘটনায় কবলে পড়তে হয়েছে। অতীব ঠান্ডা আর কুয়াশায় শুক্রবার ভোরে ছিল বৃষ্টি। তার উপর অত্যধিক ঠান্ডায় রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা অনেকটাই কম দেখা গিয়েছে। যাঁদের দেখা গিয়েছে, তাঁদের আপাদমস্তক ছিল গরম পোশাকে মোড়া। অনেকেই রাস্তার মোড়ে আগুন জ্বালিয়ে হাত সেঁকে নিয়েছেন। 
উত্তর দিনাজপুর জেলার ভুগোলের শিক্ষকরা বলছেন, শুক্রবার এটাই ছিল মরশুমের কনকনে শীতের দিন।
শনিবার ভোরে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শুধু দেখা যাচ্ছে ঘন কুয়াশায় চাদরে মোড়া উত্তর দক্ষিণ দুই দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা। সেই কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, রাস্তা থেকে আশেপাশের বাড়িও দেখা যাচ্ছে না।
সূত্রে জানা গিয়েছে, শুক্রবার  সন্ধে পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।  আরও জানা গেছে শনিবার রাতের দিকে এই তাপমাত্রা আরও কমবে। দৃশ্যমানতা কম থাকবে।

Comments :0

Login to leave a comment