বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছেন পুনের অন্তত ৭৩ বাসিন্দা। তার মধ্যে ১৪ জন রয়েছেন ভেন্টিলেশনে। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আক্রান্তরা শিকার হয়েছেন বিরল গিলান-ব্যারে সিনড্রোম।
মহারাষ্ট্র সরকার জানিয়েছে রোগের কারণ খুঁজতে ৭ হাজারের বেশি বাড়িতে সমীক্ষা হয়েছে। সমীক্ষা চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এর মধ্যে পুনে এবং লাগোয়া চিঁচওয়াড় নগর এলাকা রয়েছে। রয়েছে গ্রামের কিছু এলাকাও।
গিলান-ব্যারে সিনড্রোমের নামকরণ হয় দুই স্নায়ু বিশেষজ্ঞের নামে। তাঁরাই এই রোগকে চিহ্নিত করেছিলেন। এই রোগে আক্রান্ত হতে থাকে শরীরের প্রতিরোধ ব্যবস্থা। স্নায়ুতন্ত্রে প্রভাব পড়তে থকে। পেশি অবশ হতে থাকে। পক্ষাঘাতের মতো অবস্থাও দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাড়াবাড়ি হলে গুরুতর শ্বাসকষ্ট দেখা দেয়।
স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে গিলান-ব্যারে সিনড্রোম সংক্রমণ হলেও ছোঁয়াচে নয়। এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তি আক্রান্ত হন না। এক বাথরুমে স্নান বা এক শৌচাগার ব্যবহার করলে সমস্যা হওয়ার কথা নয়।
বিশেষজ্ঞরা বলছেন, ক্যাম্পিলোব্যাকটর জেজুনি এই রোগের দ্রুত ছড়িয়ে দেয়। এই ব্যাকটেরিয়া পাওয়া যায় দূষিত জলে। অনেক ক্ষেত্রে সঠিকভাবে রান্না না হওয়া পোলট্রি খাদ্যেও পাওয়া যায় এই ব্যাকটেরিয়া। স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা নেই অথচ ঘন জনবসতি রয়েছে, এমন এলাকায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
PUNE GUILLAIN BARRE SYNDROME
বিরল স্নায়বিক রোগে পুনেতে আক্রান্ত ৭৩, ১৪ ভেন্টিলেশনে
×
Comments :0