রঞ্জি ট্রফির ম্যাচে মাত্র ১৫ বছরের অঙ্কিত চ্যাটার্জি করেছেন এক অন্যন্য রেকর্ড। রঞ্জির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গত ২৩ তারিখে হরিয়ানার বিরুদ্ধে করেন শতরান। ১৯৮৯ সালে দিল্লির বিরুদ্ধে ফাইনালে সৌরভ গাঙ্গুলী করেছিলেন শতরান । সেইসময় তার বয়স ছিল ১৭ বছর। প্রায় ৩৫ বছর পরে অবশেষে একজন বাঙালীই তার রেকর্ড ভাঙলেন। তবে প্রত্যেকটি সাফল্যের পিছনেই থাকে প্রচুর পরিশ্রম , রক্ত , ঘাম ও ত্যাগ স্বীকার। ১৫ বছরের বনগাঁ নিবাসী অঙ্কিতও যার উর্ধে নয়। প্রায় ভোর ৩:৩০টেয় উঠে প্রত্যেকদিন ভোর ৪:২৫এর ট্রেন ধরে প্রায় ২:৩০ঘন্টা ট্রেন জার্নি করে অঙ্কিত আসত কলকাতা ময়দানের অনুশীলনে। বনগাঁ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র অঙ্কিত। তার ছোটবেলার কোচ দোলন গোলদারের অধীনে অনুশীলন করত অঙ্কিত। দোলন জানিয়েছেন যে , নিজের অভিষেক ম্যাচেই নার্ভাস হওয়ার বদলে যথেষ্টই আত্মবিশ্বাসী ছিলেন অঙ্কিত। তারই ফলস্বরূপ এই সেঞ্চুরি । বিজয় মার্চেন্ট প্রতিযোগিতায় অনুর্ধ ১৬ তে প্রথমবার অঙ্কিত নজরে পড়েছিলেন অনুর্ধ ১৯দলের কোচ সৌরাশিষ লাহিড়ীর। তিনিই তাকে নিয়ে আসেন সিনিয়র দলে। বিরাটের ভক্ত অঙ্কিত আগামী ২৮ জানুয়ারিতে পা দিতে চলেছেন ১৭তে। তার জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে বাড়িতেই একটি ছোট্ট করে জন্মদিন পালন করবে তার পরিবার।
Comments :0