মহাকাশে বিরল ঘটনা ঘটতে চলেছে। শনিবার সন্ধ্যায় খালি চোখে দেখা যাবে মহাকেশের ছয় গ্রহ। এক সারিতে দেখা মিলবে ছয় গ্রহের।
জানা যাচ্ছে, ২৫ জানুয়ারি মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস ও নেপচুন- এই ছয় গ্রহকে দেখা যাবে এক সরলরেখায়। বিজ্ঞানীরা জানাচ্ছেন মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি এই চার গ্রহকে খালি চোখে দেখা যাবে। কিন্তু ইউরেনাস ও নেপচুনকে খালি চোখে দেখা যাবে না। তবে টেলিস্কোপে পরিষ্কারভাবে দেখা যাবে।
এই ঘটনাকে মহাকাশ বিজ্ঞানের অভিভাষায় বলে 'প্ল্যানেট প্যারেড'। শনিবার সূর্য অস্ত যাওয়ার পর ৪৫ মিনিট পর থেকে এই বিরল ঘটনার সাক্ষী থাকা যাবে। কলকাতায় বিকেল ৫:২০ সময় অস্ত যাবে। অর্থাৎ ৬:০৫ পর থেকে দেখা যাবে কলকাতার আকাশে। তিন ঘণ্টা স্থায়ী হবে গ্রহের প্যারেড। সূর্যাস্তের ৪৫ মিনিট পর এক সারিতে আসছে ৬ গ্রহ।
সাধারণ ভাবে মঙ্গল ও শুক্রকে অনেক সময়ই দেখা যায় খালি চোখে। অধ্যাপক দেবীপ্রসাদ দুয়ারী জানাচ্ছেন, ‘‘চারটি গ্রহ খালি চোখে যাবে। ইউরেনাস ও নেপচুন এই দুই গ্রহকে খালি চোখে দেখা যাবে না। এই ঘটনা যেমন বিরল, ঠিক তেমনই এটি বিজ্ঞানের নিয়মেই ঘটছে। অতি প্রাকৃতিক কোনো বিষয় নেই। অনেক সময় একাধিক গ্রহ একই সরলরেখায় আসে। কিন্তু আমরা দেখতে পাই না।’’
বিজ্ঞানীদের বক্তব্য, কলকাতায় সন্ধ্যা ৭টা-সাড়ে ৭টার পর থেকে দেখা যাবে ‘প্ল্যানেট প্যারেড’। তবে আকাশ পরিষ্কার থাকলেই তা দেখা যবে।
Planet Parade
মহাকাশে ‘প্ল্যানেট প্যারেড’, এক সঙ্গে দেখা যাবে ৬ গ্রহকে
×
Comments :0