Second day of Test cricket, turned upside down

দ্বিতীয় দিনে টেস্ট ক্রিকেট, উলটে গেল ছবি

খেলা

প্রথম দিনে পড়েছিল ১৭ উইকেট। দু’তরফেই ফাস্ট বোলাররা বাজিমাত করেছিলেন। 
দ্বিতীয় দিনে ছবি একেবারে উলটে গেল। প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৭ উইকেট পড়ে গিয়েছিল। এদিন ইনিংস শেষ হয় ১০৪ রানে। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়েও ৪৬ রানের লিড ছিল ভারতের।
দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল এবং যশস্বী জয়সোয়াল অপরাজিত থেকে স্কোর তুলে নিলেন বিনা উইকেটে ১৭২ রানে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ২১৮ রানে।
রাহুল অপরাজিত ৯০ (১৫৩) রানে, জয়সোয়াল অপরাজিত ৬২ (১৯৩)।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মিশেল স্টার্ক এবং হ্যাজেলউডের জুটি ভেঙে দেন হর্ষিত রানা। স্টার্ককে আউট করেন তিনি।রানা জীবনের প্রথম টেস্টে নিলেন ৩/৪৮। মহম্মদ সিরাজ ২/২০। অস্ট্রেলিয়া শেষ উইকেটে ১১২ বলে ২৫ রান যোগ করে। 
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ বর্ডার-গাভাসকার ট্রফির এবারের প্রথম ম্যাচ হচ্ছে পার্থে। অধিনায়ক রোহিত শর্মা খেলছেন না। অধিনায়কের দায়িত্ব বুমরার কাঁধে। বুমরা ৫/৩০। এই নিয়ে ১১টি ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন বুমরা।

Comments :0

Login to leave a comment