on this day 2023

ডিকশনারিতে ' পেলে ' নামের শব্দযুক্ত হয়েছিল আজকের দিনে

খেলা

on this day 2023

আজ ২৭এপ্রিল। ২০২৩সালের আজকের দিনে ঘটেছিল এক অন্যন্য ঘটনা। যা বিশেষ তাৎপর্যপূর্ণ। পর্তুগিজ ভাষার ডিকশনারি মিকালেস । ব্রাজিলে যা বিশেষ জনপ্রিয়। সেই ডিকশনারিতেই উঠেছিল ' পেলে ' নামের শব্দ। যা এই ডিকশনারিকে আরো জনপ্রিয় এবং অন্যন্য বানিয়ে দেয়।পেলে ফাউন্ডেশনে প্রায় ১,২৫০০০ সই অর্জনের পরই পাবলিশার্সদের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে এই ডিকশনারির ডিজিটাল এডিশনে নাম থাকবে ' পেলে ' র । ১৯৫৮, ৬২ ও ৭০ সালে মোট তিনবার বিশ্বকাপ জেতেন । করেছেন প্রায় ১২৮১ গোল। ২০২২ সালে তার মৃত্যুর পর তাকে একপ্রকার শ্রদ্ধা ও সন্মান জানাতেই এই পদক্ষেপ নিয়েছিল মিকালেস ডিকশনারি।

 

Comments :0

Login to leave a comment