গলসী থানা এলাকায় এক আদিবাসী মহিলার দলবেঁধে ধর্ষণের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। বুধবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন’র পক্ষ থেকে গলসী থানায় প্রতিবাদ ও বিক্ষোভ জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তিনটি সংগঠনের পক্ষ থেকে থানার আই সি’কে মূল ৩দফা দাবি পত্র দিয়ে জানানো হয়েছে অবিলম্বে ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ধর্ষিতা মহিলার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। গলসী এলাকায় সকল মহিলা সহ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে পুলিশকে।
এদিন প্রথমে তিনটি সংগঠনের নেতৃত্ব ধর্ষিতার বাড়ি যান ও ধর্ষিতার বোনের সাথে কথা বলেন। নির্যাতিতার বোনও চান অপরাধীরা কঠিনতম শাস্তি পান। এদিন দুপুর ৩ টে নাগাদ গলসী সিনেমা হলের কাছে থেকে মিছিল করে প্রতিবাদীরা গলসী থানায় ডেপুটেশন দিয়েছেন। তিন সংগঠনের পক্ষ থেকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ৭ দিনের মধ্যে অপরাধীরা ধরা না পড়লে থানা ঘেরাও করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য গত রবিবার রাতে গলসী থানা এলাকায় ৩৩ বছর বয়সী এক আদিবাসী তরুণী নিজ গৃহে গণধর্ষণ এর শিকার হয়েছেন। এই ঘটনার ৭২ ঘন্টা পরও ধর্ষক’রা কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে গলসী থানা এলাকার মানুষের মধ্যে। এদিন গলসী থানায় আদিবাসী মহিলা যুব সংগঠনের নেতৃত্ব এই ঘটনার ধিক্কার জানিয়ে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। মিছছিলের পুরোভাগে ছিলেন শুকলাল মাড্ডি, জগন্নাথ ওরাও, সুপর্ণা ব্যানার্জী, মনিমালা দাস, ভারতী ঘোষাল জয়শ্রী বিষ্ণু, পুষ্প দে, মনসিজ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
Memorandum submitted to Galsi police station demanding exemplary punishment for rape accused
ধর্ষণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গলসী থানায় স্মারকলিপি
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24095/67accc31a507e_WhatsApp-Image-2025-02-12-at-21.54.51.jpeg)
×
Comments :0