BLO

সাত বিএলও-কে শোকজ

রাজ্য কলকাতা

সাত জন বিএলও-কে শোকজ করলো কমিশন। কলকাতার বেলেঘাটা বিধানসভা এলাকার সাতজন বুথ লেভেল অফিসারকে (বিএলও) নির্বাচন কমিশন শোকজ নোটিশ জারি করেছে। এসআইআর এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন প্রক্রিয়ায় ত্রুটির জন্যই শোকজ করে হয়েছে বলে এক আধিকারিক জানিয়েছেন। 
তিনি জানিয়েছেন যে শোকজ বিএলও-দের শুক্রবার বিকেলের মধ্যে নির্দিষ্ট ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তারা নির্ধারিত কাজগুলি সঠিকভাবে করতে পারেননি।
ওই আধিকারিকের কথায়, ব্যাখ্যা গুলি সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে ওই বিএলও-দের বিরুদ্ধে।
এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই বিএলওরা অভিযোগ করছিলেন তাদের অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে। জানা গেছে, এই বেলেঘাটা এলাকার এক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনুমারেশন ফর্ম বিলি করা ও জমা নেওয়া কাজের পর বর্তমানে বলা হয়েছে ডিজিটাইজেশন কাজ করতে হবে। শ্রমিক, কর্মচারী ও শিক্ষকদের যুক্ত আন্দোলন মঞ্চ '১২ই জুলাই কমিটি' রাজ্য মুখ নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে দাবি জানিয়েছিল যে কোনও বিএলও-কে অতিরিক্ত কাজ করানো যাবে না।  

পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কাজ পরিচালনা চলছে। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এসআইআরের কাজ। খসড়া ভোটার তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে এবং চূড়ান্ত তালিকা ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

Comments :0

Login to leave a comment