Jadavpur loksabha

নারী নিরাপত্তা থেকে কর্ম ক্ষেত্রে নিরাপত্তা আলোচনায় উঠে এলো যাদবপুরে

রাজ্য লোকসভা ২০২৪

মেয়েদের কথা সৃজনের সাথে। লোকসভা নির্বাচনে যাদবপুরের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রথম প্রার্থী হিসেবে মহিলাদের সাথে কথা বললেন সরাসরি , মুখোমুখি। উপস্থিত ছিলেন সন্দেশখালির আন্দোলনের মহিলারাও। আক্রান্ত মহিলারা তাদের আন্দোলনের কথা সরাসরি প্রার্থীকে জানালেন। নিরাপত্তার দাবির কথা, অধিকার রক্ষার কথা বললেন। তাছাড়াও ছিলেন অ্যাপ ক্যাব মহিলা চালক, তিনি তার কর্মজীবনে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা জানালেন। ক্ষেতে দিনমজুর হিসেবে কাজ করা মহিলা জানালেন মাঠে কাজ করতে গিয়ে পুরুষের সমান কাজ করতে হলেও সমান মজুরি থেকে তাদের বঞ্চিত করা হয়। তার সমস্যার সমাধানের কথা। আইসিডিএস কাজের সাথে যুক্ত মহিলারা জানালেন মজুরির ক্ষেত্রে তাদের বঞ্চিত করা হচ্ছে। উপস্থিত ছিলেন আইটি সেক্টরের সাথে যুক্ত মহিলারা জানালেন কর্মক্ষেত্রে হেনস্থার কথা। তাদের কাজের সুরক্ষার দাবির কথা তারা প্রার্থীকে জানালেন। রাজ্যের ভেঙে পড়া স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মহিলারা জানালেন তাদের সমস্যার কথা। বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য্য সবটাই শুনলেন জবাব দিলেন, তিনি সাংসদ হিসেবে লোকসভায় গেলে তিনি এই সকল সমস্যার সমাধান করবেন। এই অনুষ্ঠানে প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উপস্থিত ছিলেন অনেক মহিলারাই। তাদের সমস্যার পথ খুঁজে বের করাই যে সাংসদ হিসেবে তার কর্তব্য হবে তা তিনি জানান। তিনি তার সাংসদ তহবিলের ১/৩ অর্থ মহিলাদের স্বার্থে খরচ করবেন তা প্রতিশ্রুতি দিয়েছেন। নারীদের অধিকার রক্ষায় লড়াইয়ে বাম প্রার্থীর উল্লেখযোগ্য ভূমিকা যে থাকবে তা তিনি একবারে স্পষ্ট ভাবে এই অনুষ্ঠানে পরিষ্কার করে দিলেন।
এদিন কর্মসূচিতে ছিলেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার, মহিলা কমিশনের প্রাক্তন সদস্য আইনজীবী ভারতী মুৎসুদ্দি সহ অনেকে।

Comments :0

Login to leave a comment