Stalin birthday

আজ স্তালিনের জন্মদিবস

আন্তর্জাতিক

 ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রণী সেনাপতি এবং সোভিয়েত সমাজতন্ত্রের অন্যতম রূপকার কমরেড জোসেফ স্তালিনের ১৪৫তম জন্মদিবস পালিত হবে বুধবার। দুনিয়ার নানা প্রান্তের সঙ্গে এরাজ্যেও স্তালিনের জন্মদিবস পালিত হবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। সিপিআই(এম)’র দপ্তরগুলিতে স্তালিনের প্রতিকৃতিতে মাল্যদান, সভা, সেমিনার ইত্যাদি অনুষ্ঠিত হবে। সিপিআই (এম)’র কলকাতা জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকালে প্রমোদ দাশগুপ্ত ভবনের প্রেক্ষাগৃহে ‘মার্কসবাদ লেনিনবাদ বিকাশে স্তালিনের ভূমিকা’ বিষয়ে আলোচনাসভা হবে। ১৮৭৮ সালে স্তালিনের জন্ম। রুশ বিপ্লবে লেনিনের অন্যতম সহযোদ্ধা স্তালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের নির্মাণ শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান ফ্যাসিবাদকে রুখতে সোভিয়েতের লালফৌজকে নেতৃত্ব দিয়েছিলেন স্তালিন। পৃথিবীর মুক্তিকামী মানুষ প্রতি বছরই এই দিনটিতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কমরেড স্তালিনকে।
 

Comments :0

Login to leave a comment