BIMAN BASU EC PROTEST

আরও জোরদার হবে লড়াই: বিক্ষোভে বিমান বসু

রাজ্য পঞ্চায়েত ২০২৩

BIMAN BASU EC PROTEST শনিবার নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বক্তব্য রাখছেন বিমান বসু।

নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে নির্বাচন কমিশন। একই ভূমিকা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। তবু মানুষ ভোট লুটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। 

শনিবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সভায় এ কথা বলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছেন যে আগামী দিনে জনতার লড়াই আরও জোরদার হবে। যে সব বুথে লুট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

এদিন বামফ্রন্টের ডাকে মিছিল এবং বিক্ষোভ হয়। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভে বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জিও। কমিশনের মুখে বামফ্রন্ট কর্মীদের বাধা দেয় পুলিশ। তা সত্ত্বেও অস্থায়ী মঞ্চে সভা হয়েছে। 

বসুও বলেছেন, ‘‘প্রহসনের নির্বাচন। মানুষ রুখে দাঁড়িয়েছেন। ভোট লুঠের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। আগামী দিনে লড়াই আরও দৃঢ় হবে।’’ 

পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে হিংসার জন্য কমিশনের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমগতা ব্যানার্জিকেও দায়ী করেছেন সেলিম। এদিন সভার শুরুতে নিহত সকলের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন বামফ্রন্টের কর্মীরা। 

ছবি: অচ্যুৎ রায়

Comments :0

Login to leave a comment