Subject discussion for Madhymic student

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিষয়ভিত্তিক কাউন্সেলিং

কলকাতা

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পরিচালনায় সরকারি বিদ্যালয় সমূহের মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের উপর বিষয়ভিত্তিক কাউন্সেলিং আজ হিন্দু স্কুল, কলকাতায় অনুষ্ঠিত হয়। সরকারি বিদ্যালয় বিভিন্ন বিষয়ের ১৫ জন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিকের সাতটি বিষয়ের উপর কাউন্সেলিং করেন। কাউন্সেলিংয়ের মুল বিষয়গুলি ছিল  


* মাধ্যমিকের প্রতিটি বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নেওয়া হবে,
* পরীক্ষা হলে প্রশ্ন নির্বাচনের সময় পরীক্ষার্থীদের কি কি সর্তকতা গ্রহণ করতে হবে,
* কোন ধরণের প্রশ্নের উত্তর আগে লিখতে হবে, 
* প্রশ্নের ধরণ অনুযায়ী কোন প্রশ্নের উত্তর লেখার জন্য কতটা সময় ব্যয় করা উচিত,
* পরীক্ষা হলের সামগ্রিক টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা হবে,


* প্রতিটি বিষয়ে বিভিন্ন ধরণের প্রশ্নের উত্তর কিভাবে লিখলে পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর পাবে,
* পরীক্ষার খাতায় একই বিভাগের প্রশ্ন গুলি ঠিক কোন পদ্ধতি অনুসরণ করে লিখতে হবে,
* একটি উত্তরের শেষে ‘এন্ড লাইন’ কেন টানতে হবে,
* ছবি আঁকার প্রশ্নে কি ধরনের সর্তকতা অবলম্বন করতে হবে,
* উত্তর পত্র কেমন হলে নম্বর বাড়বে  


ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষক শিক্ষিকারা। 
সকাল ১০ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত অনুষ্ঠিত এই বিষয়ভিত্তিক কাউন্সেলিং। সূচনা করেন হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত শুভ্রজিৎ দত্ত। তিনি বলেন ‘‘করোনা অতিমারির সময়কাল অতিক্রম করে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সামগ্রিক ভাবে পারিপার্শ্বিক পরিস্থিতি মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর যে প্রবল চাপ তৈরি করে তার থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের কাউন্সেলিং অত্যন্ত সময়োপযোগী’’। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন যে ‘‘পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতিই একমাত্র সংগঠন যারা ২০১৭ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়মিতভাবেই বিষয়ভিত্তিক কাউন্সেলিং আয়োজনের কর্মসূচি গ্রহণ করে চলেছে। করোনা অতিমারি পরিস্থিতির কারণে সরকার নির্দেশিত গাইডলাইন মেনে এই বছর অনেক দেরি করে স্বল্প সংখ্যক পরীক্ষার্থীদের নিয়ে অফলাইন মাধ্যমে আজ বিষয়ভিত্তিক কাউন্সেলিং আয়োজন করা হয়েছে।’’

Comments :0

Login to leave a comment