Protest Jalpaiguri

ক্যানভাসে, মিছিলে প্রতিবাদ জলপাইগুড়িতে

জেলা

নাগরিক মঞ্চের মিছিল ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ি। রবিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষ ও বিশিষ্টজনরা মিছিলের ডাক দেন। যন্ত্রণার এই সময়ে সরকারি বিনোদন অনুষ্ঠান বাতিলের দাবি তুলছেন নাগরিকরা। শনিবার প্রতিবাদী বিজ্ঞানী, সংস্কৃতিকর্মীদের তুলে নিয়েছিল পুলিশ। তার প্রতিবাদ জানানো হয়। আর জি করে নির্যাতন এবং বিচারের দাবিও তুলিতে ফুটিয়ে তোলেন শিল্পীরা। 
শনিবার আর্ট গ্যালারির সামনে পোস্টার নিয়ে বিক্ষোভরত ডাক্তার বিজ্ঞানী শিল্পী নাট্যকর্মীদের ঘাড় ধাক্কা দিয়ে প্রিজম ঢালে তুলে থানায় নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে মিছিল ছিল রবিবার। সরোজেন্দ্রদেব রায়কর কলাকেন্দ্রে বিনোদন অনুষ্ঠান বাতিলের দাবি তোলা হয়।
রবিবার মিছিল করলা ব্রিজের মোড়েই বিশাল ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। তবু প্রতিবাদ হয় আর্ট গ্যালারির সামনে। জানা যায়, কলা কেন্দ্রের অনুষ্ঠানে কুড়িজন শ্রোতাও যোগ দেননি। জলপাইগুড়ি শহরের মানুষ সরকারি মোচ্ছবকে বয়কট করেছেন।
সন্ধ্যায় ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের আহবানে সমাজপাড়া মোড় থেকে জার্সি পড়ে ফুটবল হাতে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা একসাথে মিছিল করেন। অন্যদিকে দুপুরে জলপাইগুড়ি শহরের চিত্রশিল্পীরা আর্ট গ্যালারির সামনে প্রতিবাদী ছবি ক্যানভাসে আঁকতে গেলে বাধা দেয় পুলিশ। আর্ট গ্যালারির সামনে ছবি আঁকা শুরু করেছিল তারা পুলিশ সরিয়ে দেয়। পিডব্লিউডি অফিসের গেটের সামনে ছবি আঁকেন শিল্পীরা। অংশ নেন শিল্পী সুশান্ত ধর, কৌশিক ঘোষ, রিমা আলম সরকার সহ অন্যান্য শিল্পীরা।

Comments :0

Login to leave a comment