Sunita Williams

কাল ভোররাতে পৃথিবীতে ফিরছেন সুনীতারা

আন্তর্জাতিক

পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নাসার দেওয়া তথ্য অনুযায়ী ভারতীয় সময় বুধবার রাত ৩:৩০ নাগাদ আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামবেন তাঁরা। সমস্ত পরিকল্পনা ঠিক থাকলে তাঁদের পৃথিবীতে ফিরে আসতে মোট সময় লাগবে ১৭ ঘন্টা। ভারতীয় সময় মঙ্গলবার সকাল সোয়া আটটায় তাঁরা পৃথিবীর উদ্দেশে রওনা হয়েছেন। এই মহাকাশচারীদের পৃথিবীতে ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে যায় স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশ যান। নাসার তরফে জানানো হয়েছে মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে এলে কী কী শারীরিক সমস্যা হতে পারে তার বিষয়েও নজর রাখা হচ্ছে। তৈরি থাকছে চিকিৎসকদের দল। জানা যাচ্ছে মহাকাশে ভেসে থাকার জন্য পৃথিবীতে ফেরার পর মাধ্যাকর্ষণ বল জনিত কোনও সমস্যা দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ জনিত সমস্যাও হতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন হাঁটা চলা করতেও বেশ কয়েকদিন সমস্যা হতে পারে তাঁদের।     
গত বছর জুনে আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাদের মহাকাশ যান বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পরে। ফলে সেখানেই আটকে পড়েন তাঁরা।

Comments :0

Login to leave a comment