Rampurhat

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে

জেলা

Rampurhat


সদ্য নির্বাচিত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলেকে ডাকাতির অভিযোগ গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আসমত আলি ওরফে ভিক্টর। বীরভূমের তারাপীঠ থানার সন্ধ্যাজোল গ্রামের বাসিন্দা।  ধৃতের বাবা গফফর শেখ রামপুরহাট ২ নং ব্লকের বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত সদস্য। সোমবার ভোররাতে ভিক্টরকে  গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। যদিও ভিক্টরের বাবা গফফরের দাবি ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘‘ভোরের দিকে সবাই ঘুমোচ্ছিল।  সেসময় তারাপীঠ এবং মল্লারপুর থানার পুলিশ ছেলেকে তুলে নিয়ে যায়। পুলিশ জানায়, একটি চুরির ঘটনায় ছেলে যুক্ত রয়েছে। আমার ছেলে নির্দোষ। তাকে মল্লারপুর থানায় নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করা হয়েছে। এমনকি ছেলেকে আগ্নেয়াস্ত্র ও বোমা রাখা সহ ডাকাতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে’’। পাশাপাশি তৃণমূলের এই নেতার আক্ষেপ, এলাকার বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতাদের কাছে গিয়েও কোন লাভ হয়নি। সকলে মুখ ফিরিয়ে নিয়েছে।


অপরদিকে পুলিশ সূত্রে জানা গেছে, তারাপীঠ - বীরচন্দ্রপুর রাস্তায় দশ- বারোজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও আসমত সহ দুজন ধরা পড়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। 


 

Comments :0

Login to leave a comment