প্রায় ৬৫০ দিনে পড়তে চলেছে এসএসসি চাকরি প্রার্থীদের ধর্ণা। এখনও চাকরি পায়নি আন্দোলনকারিরা।
এর মধ্যে আগামীকাল সাত বছর পর টেট পরীক্ষা হতে চলেছে রাজ্যে। শেষ টেট হয়েছিল ২০১৪ সালে। তার নিয়োগ নিয়েও রয়েছে একাধিক দুর্নীতি।
গোটা রাজ্যে ১৪৬০ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় সাত লক্ষ্য চাকরি প্রার্থী। আর এই পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক নির্দেশিকা জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদের পক্ষ থেকে জানান হয়েছে যে পরীক্ষার্থীরা নিজেদের সাথে কালো কালির বল পেন রাখতে পারবে। তার সাথে অ্যাডমিট কার্ডের দুটি কপি, একটি সচিত্র পরিচয় পত্র এবং একটি ছবি। কোন মোবাইল ফোন, ঘড়ি সঙ্গে রাখতে পারবেন না পরীক্ষার্থীরা। বেলা ১২ টা থেকে ২:৩০ পর্যন্ত চলবে পরীক্ষা।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আসে পাশে কোন জেরক্স এর দোকান খোলা রাখা যাবেনা। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে পুলিশি প্রহরার সাথে সাথে থাকবে সিসিটিভি ক্যামেরাও।
২০১৪ সালে পরীক্ষা কে কেন্দ্র করে যানবাহনের সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের। এবার যাতে সেই ধরনের কোন ঘটনা না ঘটে তাই রবিবার অতিরিক্ত বাস, ট্রেন, মেট্রো চলবে বলে প্রসাশনের পক্ষ থেকে জানান হয়েছে।
Comments :0