TMC Anubrata

অনুব্রত মণ্ডলকে বাঁচাতে নয়া কৌশল তৃণমূলের

রাজ্য

অনুব্রতর দিল্লি যাত্রা আটকাতে তৃণমূলের নয়া চাল। তৃণমূল কর্মীকে দিয়েই করানো হল অভিযোগ।
সোমবার দুবরাজপুর ব্লকের তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যে তাকে পার্টি অফিসের মধ্যে গলা টিপে মারার হুমকি দিয়ে ছিলেন অনুব্রত মণ্ডল। 
সেই অভিযোগের ভীত্তিত মামলা রুজু করেছে পুলিশ। আজ সকালে অনুব্রতকে অভিযুক্ত করে তোলা হয়েছে দুবরাজপুর আদালতে।

তৃণমূল কর্মী শিবঠাকুরের মণ্ডলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ২০২১ সালে দল ছাড়ার জন্য তাকে চাপ দেয় অনুব্রত। তখনই তাকে দলীয় কার্যালয়ে ডেকে দল না ছাড়লে গলা টিপে মারার হুমকি দেন তিনি। উল্লেখ্য শিবঠাকুর মণ্ডল অভিযোগ দায়ের করার পর তাকে তৃণমূলের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে ।

এদিন আদালতে এই মামলায় জামিনের আবেদন করেনি অনুব্রত মণ্ডলের আইনজীবী। আদালতের পক্ষ থেকে অনুব্রতকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের পর আপাতত আসানসোল আদালতের বদলে দুবরাজপুর থানায় সাত দিন থাকবে অনুব্রত মণ্ডল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী বলেন, ‘‘রাজ্যের তৃণমূল সরকার আইন শৃঙ্খলা মানে না। উচ্চ নেতৃত্বের নির্দেশে পুলিশকে এই ষড়যন্ত্রের কাজে যুক্ত করা হয়েছে। এর থেকে লজ্জার আর কিছু নেই।’’ 

Comments :0

Login to leave a comment