বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদীর সেতুর উপর দিয়ে যাওয়া আসামগামী একটি ট্রেলার আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই একটা বিকট শব্দের পরে দাউদাউ জ্বলতে শুরু করে। বিস্ফোরণের শব্দে এলাকায় ছড়িয়ে পড়ে। আশপাশের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান সেতুর উপর লরি আগুনে পুড়ছে এবং মাঝে মাঝেই ছোট-বড় বিস্ফোরণ হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগতেই চালক প্রাণ বাঁচাতে গাড়ি থেকে লাফিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকলকে খবর দেয়। দমকল বাহিনী এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে লরিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালেই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে।
Teesta Bridge
তিস্তা সেতুতে ট্রেলার উল্টে আগুন
×
Comments :0