ত্রিপুরায় আরও এক জোট বিধায়কের ইস্তফা

জাতীয়

ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোটের একের পর এক বিধায়ক পদত্যাগ করছেন। মঙ্গলবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন মেবার কুমার জমাতিয়া। পৌনে ৫ বছরে মোট ৮ জন বিধায়ক পদত্যাগ করেছেন। এর মধ্যে রয়েছেন বিজেপি জোট সরকারের প্রাক্তন  স্বাস্থ্য ও বনমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, পরপর বিধায়কদের পদত্যাগ ইঙ্গিত করছে শাসক জোটের অবস্থা খারাপ হচ্ছে। ২০১৮ সালে সরকারে আসার পরে রাজ্যে বিজেপি জোট সরকার নির্বাচনী প্রতিশ্রুতি কিছুই পূরণ করতে পারেনি। আইন শৃঙ্খলা, কর্মসংস্থান ইত্যাদি প্রশ্নে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হয়েছে। পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাস, ভোট লুট ইত্যাদি নিয়েও বিজেপি জোট বেকায়দায়। পরিস্থিতি বেগতিক দেখেই দল ছাড়ছেন একের পর এক বিধায়ক। ভোটের মুখেই দল ছাড়ার হিড়িক চলছে। জনসমর্থনহীন বিজেপি জোট সরকার কেবল সন্ত্রাসকেই পুঁজি করে মুখ্যমন্ত্রীর মুখ বদলে সুশাসনের স্লোগান দিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। কিন্তু বিজেপি এবং আইপিএফটি তাদের বিধায়কদেরই ধরে রাখতে পারছে না। ত্রিপুরার ইতিহাসে এমন ঘটনা ঘটেনি বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন মেবার কুমার জমাতিয়া। মঙ্গলবার অধ্যক্ষ রতন চক্রবর্তীর হাতে পদত্যাগ পত্র তুলে দিয়েছেন মেবার কুমার জমাতিয়া। তিনি রামচন্দ্রঘাট থেকে আইপিএফটির হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন। ছিলেন চার বছরের বেশি সময় বিজেপি জোট সরকারের বনমন্ত্রী। এর আগে বিজেপির ৪ জন এবং আইপিএফটি’র ৩ জন বিধায়ক পদত্যাগ করছেন। জনগণের কোটি কোটি টাকা খরচ করে সুশাসনের ব্যানারে রাস্তা ঘাট ঢেকে দিয়েও জোট সরকারের বিধায়কদের আটকে রাখা যাচ্ছে না।
 

Comments :0

Login to leave a comment