GAZA HAMAS

গাজায় ভয়াবহ রক্তপাতের জন্য দায়ী আমেরিকা, বিবৃতি হামাসের

আন্তর্জাতিক

গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদে নিউ ইয়র্ক সিটিতে মিছিল।

গাজায় দফায় দফায় রক্তপাতের জন্য সরাসরি দায়ী আমেরিকা। তাদের মদতেই বারবার প্যালেস্তাইনকে ক্ষতবিক্ষত করেছে ইজরায়েল। 
প্যালেস্তিনীয় প্রতিরোধী গোষ্ঠী হামাস বিবৃতিতে একথা বলেছে। হামাস বলেছে, ‘‘দু’দিনে ইজরায়েলের আগ্রাসনে নিহত এবং আহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। ইজরায়েলের সন্ত্রাসবাদী নেতানিয়াহু সরকার সব মানবাধিকার বিধি ভেঙে চলেছে।’’
বৃহস্পতিবারও হামলা চলছে গাজায়। এদিন ভোরে ইজরায়েলের হামলায় ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার প্রশাসন। 
হামাস বলেছে যে এই পর্বে হামলায় নিহতদের মধ্যে রয়েছে অন্তত ২০০ শিশু এবং ১০০ মহিলার নাম। 
হামাস বলেছে, ‘‘ইজরায়েলের দখলদার বাহিনী নিরস্ত্র নাগরিকদের আক্রমণ করে চলেছে। নিরন্ন জনতার মৃত্যু হচ্ছে। এই গণহত্যা বন্ধ করতে সব স্তর থেকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। ইজরায়েলের ওপর চাপ সৃষ্টি করা জরুরি। প্যালেস্তাইনের জনতার ওপর এই অন্যায় দখলদারি বন্ধ করতে ইজরায়েলকে বাধ্য করা জরুরি।’’ 
গত মঙ্গলবার থেকে গাজায় ইজরায়েলের বোমাবর্ষণে পাঁচশোর বেশি মানুষ নিহত। আহতের সংখ্যা হাজারের বেশি।

Comments :0

Login to leave a comment