আলেক শেখ- কালনা
মুর্শিদাবাদের তৃতীয় দফার ভোট শিক্ষা দিয়েছে। ঐক্যবদ্ধ ভাবে ভোটের লাইনে দাঁড়ান, ভোট লুটেরারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। আগামী ১৩ মে চতুর্থ দফার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভোটেও সেই পথ অবলম্বন করতে হবে আমাদের। তবেই দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিজেপিকে হারানো যাবে। শুক্রবার কালনার সহজপুর ও পূর্বস্থলীর ছাতনি ফুটবল ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় কথাগুলি বলেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জী। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নীরব খাঁর সমর্থনে সহজপুরে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর, তাপস চ্যাটার্জী এবং প্রার্থী নিরব খাঁ। সভা পরিচালনা করেন আলিম শেখ।
মীনাক্ষী মুখার্জী বলেন, বর্ধমান জেলা বাংলার ভাতঘর বলে খ্যাত ছিল। তাঁত শিল্পরও একটা মর্যাদা ছিল। কৃষিকাজ ও তাঁতের কাজ করতে বাইরে থেকে এখানে লোকজন আসতেন। কিন্তু বর্তমান সময়ে কৃষি ও তাঁত শিল্পের পরিস্থিতি ভয়ানক অবস্থায় পৌঁছেছে। বর্তমানে এখানকার ক্ষেতমজুররা বাইরের রাজ্যে কৃষির কাজ করতে যাচ্ছেন। তাঁত শ্রমিকরা কাজ হারিয়ে তাঁরাও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছেন। কিছুদিন আগে পূর্বস্থলী ১ ব্লকের বগপুরের কয়েকজন খেতমজুর ভিন রাজ্যে কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। একজনকে সেখান থেকে ফিরিয়ে আনার পর কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন ধরে চিকিৎসা চলার পর সেখানেই তার মৃত্যু হয়। এখানকার শ্রমিকদের পরিযায়ী শ্রমিকের জীবন বেছে নিতে বাধ্য করেছে তৃণমূল সরকার। কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকার এই মৃত্যুর দায় নেবে না। রাজ্য সরকার কয়লা বালি গরু চাকরি কেলেঙ্কারিতে যুক্ত। অপরদিকে কেন্দ্র সরকার দেশের সম্পদ বিক্রি করে দিয়ে কর্পোরেট সংস্থাগুলিকে আরো শক্তিশালী করতে ব্যস্ত। তাই কৃষক খেতমজুর শ্রমিক গরিব মানুষের দিকে নজর দেওয়ার সময় নেই দুই সরকারের। এই দুই সরকারকে রেখে দিয়ে মানুষের সুদিন ফিরিয়ে আনা সম্ভব হবে না। তৃণমূল বিজেপি দুই সরকারকেই হঠাতে হবে। ভোট চাওয়ার সময় দুই ফুলের দলই নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট মিটে গেলে সব সব ভুলে যায়। ওদের বিশ্বাস করবেন না। জিনিসের দাম বাড়ছে, ওষুধের দাম লাগামছাড়া। এসব নিয়ে মমতা ব্যানার্জি, মোদীর কোন কথা নেই। মিথ্যা জুমলাবাজি আর সাম্প্রদায়িক উসকানি দিয়ে মানুষকে ভাগ করতে চায় ওরা। তিনি বলেন, মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে যত বড় চোর ডাকাত হোক কেন, শায়েস্তা হতে বাধ্য।
Minakshi Mukherjee
ঐক্যবদ্ধ প্রতিরোধে পালাবে ভোট লুটেরারা: মীনাক্ষী মুখার্জী
×
Comments :0