Sreela Majumdar

প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার

রাজ্য

প্রয়াত হলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। গত তিন বছর ধরে লড়াই করছিলেন ক্যানসারে সঙ্গে। শনিবার টালিগঞ্জের বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৫।
পরিচালক মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবিতে তাঁর হাতেখড়ি। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮০ সালে। ওই বছর মৃণাল সেনের আরেকটি ছবি ‘একদিন প্রতিদিন’ অবশ্য আগে মুক্তি পেয়েছিল। শ্রীলা মজুমদার সম্ভবত একমাত্র অভিনেত্রী যিনি মৃণাল সেনের ছ’টি ছবিতে কাজ করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছিলেন। হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি। দূরদর্শনে ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। করেছেন যাত্রায় অভিনয়ও। জানতেন আবৃত্তি করতে। ‘পরশুরাম’ ও ‘একদিন প্রতিদিন’ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘আকালের সন্ধানে’ ‘দূরের নদী’ ‘খারিজ’ ‘নাগমতী’ ‘বাগদী পাড়া দিয়ে’ ‘চপাড়’ ‘গিলিগিলি গে’ ‘মনময়ূরী’ ‘নীলিমায় নীল’ ‘একপশলা বৃষ্টি’‘ ফিরিয়ে দাও’ ‘পুজা’ ‘লোফার’। 
মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জীবনে পা রেখেছিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। তারপর একের পর এক ছবিতে তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের।
১৯৫৯ সালের ২৭ জুন কলকাতায় তাঁর জন্ম। বাবার নাম রামচন্দ্র মজুমদার। মা ননী মজুমদার। অশ্বিনী দত্ত মেমোরিয়ালে নবম শ্রেণি প্রর্যন্ত পড়ে প্রাইভেটে তিনি হায়ার সেকেন্ডারি পাশ করেন। বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হন। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর পাওয়া গিয়েছে।

Comments :0

Login to leave a comment