প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে ভূতের আতঙ্ক। ছোট ছোট ছেলেমেয়েরা ক্লাসরুমে একা ঢুকতে চাইতো না। সবাই মিলে ক্লাসে ঢুকলে ঠিক আছে। একা ঢুকতে গেলেই সকলের মধ্যেই ভূতের ভয়। পড়ুয়াদের মধ্যে এই ভয়ের বিষয়টি জাঁকিয়ে বসার আগেই বিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করে বিজ্ঞান মঞ্চের সঙ্গে। শনিবার পুরুলিয়া দু নম্বর ব্লকের লাটুলিয়া প্রাথমিক বিদ্যালয় পৌঁছয় বিজ্ঞান মঞ্চের তিনজনের প্রতিনিধি। তারা পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলে অন্ধ কুসংস্কার দূর করার চেষ্টা করেন। তাদের সামনে তুলে ধরেন ভূত বলে কোনও কিছুই এ জগতে নেই। সবটাই মানুষের কল্পনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলিমা মাহাতো জানিয়েছেন যে গত তিন চার মাস ধরে এই ভূতের গল্প ছড়িয়ে পড়ে। তার আগে ক্লাসে সবাই স্বাভাবিক নিয়মে ক্লাস করত। হঠাৎই কেউ ক্লাসরুমে একা ঢুকতে চাইতো না। সবাই মিলে ক্লাস করতে ঢুকতো। বিদ্যালয়ে মোট পড়ুয়ার সংখ্যা ৬৭ জন এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা চারজন। শনিবার বিজ্ঞান মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ডা: নয়ন মুখার্জি সহ বৃন্দাবন সেন, কল্যাণী নন্দী। পড়ুয়াদের মধ্যে কুসংস্কার বিরোধী প্রচার চালানোর পাশাপাশি তাদের মন থেকে ভুতের কল্পনা দূর করার জন্য প্রচার চালানো হয়।
pbvm puruliya
পুরুলিয়ায় স্কুলে ভূতের আতঙ্ক, কুসংস্কার দূর করলো বিজ্ঞান মঞ্চ
×
Comments :0