DEGANGA RESISTANCE

দেগঙ্গায় ভোটচোর ধরলেন ক্ষিপ্ত গ্রামবাসীরা

জেলা পঞ্চায়েত ২০২৩

DEGANGA RESISTANCE

বুথ দখল করে ভোট শেষ। দেগঙ্গার বেরাচাপা স্কুলেও এভাবেই ভোট করতে চেয়েছিল তৃণমূল সঙ্গী ছিল পুলিশ। এরপরই পড়তে হলো জনতার কড়া প্রতিরোধের মুখে। ভোটচোরদের ঘিরে ফেলে জনতা।

শনিবার দেগঙ্গা ব্লক অন্তর্গত বেরাচাপা-১ অঞ্চলের বেলপুর এফপি স্কুলের ভোট কেন্দ্রে ১৩৬ নম্বর বুথের একটি ঘরে তৃণমূলীরা বুথ দখল করে। বেলা ১১ টার মধ্যে ভোট ‘শেষ’ করে। আইসি’র উপস্থিতিতে ব্যলট বাক্স সিল করে গণনাকেন্দ্রে পাঠিয়ে দেয়।

বহু মানুষ ভোট দিতে পারেননি। নিজেদের অধিকার লুটে তৃণমূল-পুলিশ যৌথবাহিনীর কুকর্ম ধরে ফেলেন স্থানীয়রা। এই বেলপুর এফপি স্কুলের অপর দু’টি বুথের ভোটদাতারা এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। ৩ জন বহিরাগত দুষ্কৃতীকে ধরে ফেলেন গ্রামবাসীরা। জানা যায়হাওড়ার লিলুয়া থেকে তাদের নিয়ে আসা হয়েছিল। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment